২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

শেখ রাসেলকে তলানিতে নামালো মুক্তিযোদ্ধা

মুক্তিযোদ্ধা ৩-০ শেখ রাসেল; মোহামেডান ০-০ উত্তর বারিধারা
-

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের বিপক্ষে পাত্তাই পেল না শেখ রাসেল ক্রীড়া চক্র। রাজা ইসার শিষ্যদের বিপক্ষে তারা হেরেছে ৩-০ গোলে। অন্য দিকে উত্তর বারিধার বিপক্ষে হোঁচট খেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে তারা।
গতকাল শেখ রাসেলের হোম ভেনু বসুন্ধরা কিংস অ্যারেনায় গোল উৎসব করেছে মুক্তিযোদ্ধা সংসদ। সোমা ওতানি, দিদারুল আলম ও আমিনুর রহমান সজীবের গোলে ম্যাচে উড়ে গেছে স্বাগতিকরা। টানা দুই ম্যাচ হারের পর জয় পেল মুক্তিযোদ্ধা সংসদ। আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তলানি থেকে দশম স্থানে উঠে এসেছে তারা। অন্য দিকে টানা পাঁচ ম্যাচ হারা শেখ রাসেল ৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে অবনমন অঞ্চলে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু থেকে শেষ পর্যন্ত কখনই শেখ রাসেলের খেলোয়াড়দের মধ্যে জয়ের আকাক্সক্ষা ফুটে ওঠেনি। বিপরীতে মুক্তিযোদ্ধা সংসদের মধ্যে ছিল জয়ে ফেরার তাড়না। আক্রমণে গিয়ে খুব বেশিক্ষণ অপেক্ষায় রাখেনি স্বাগতিকদের। ম্যাচের ২২ মিনিটে জাপানি মিডফিল্ডার ওতানির শট গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার গ্লাভস ছুঁয়ে জালে জড়ালে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। বিরতির আগে ১-০ গোলে পিছিয়ে থাকা শেখ রাসেল নিজেদের ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে আরো দু’টি গোল হজম করে। ম্যাচের ৫৪ মিনিটে তেতসুয়াকি মিসুয়ার ফ্রি কিক রানা ফিস্ট করলেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি, ছুটে গিয়ে ফিরতি শটে ব্যবধান দ্বিগুণ করেন দিদারুল। নির্ধারিত সময় শেষের ৯ মিনিট আগে সজীবের গোল মুক্তিযোদ্ধা সংসদের জয়ে ফেরা নিশ্চিত করে।
অন্য দিকে প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে পয়েন্ট খুইয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটি শেষ চার ম্যাচে পায়নি জয়ের দেখা। একই সাথে পয়েন্ট খুইয়ে যাচ্ছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে। অন্য দিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ঢাকা আবাহনী চলতি মৌসুমে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জয়ের পরেও, এবার আছে প্রিমিয়ার লিগের ট্রফি জয়ের লড়াইয়েও। সেখানে সাদা-কালোর অবস্থান টেবিলের সাতে। সেরা চারে থেকে লিগ শেষ করাটাও তাদের জন্য এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আট ম্যাচে পয়েন্ট ১০। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে উত্তর বারিধারা।

 


আরো সংবাদ



premium cement