চলে গেলেন রড মার্শ
- ক্রীড়া ডেস্ক
- ০৫ মার্চ ২০২২, ০০:০০
অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার তিনি। ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত খেলা ৯৬ টেস্টে করেছিলেন ৩৫৫টি ডিসমিসালের রেকর্ড। ৭৪ বছর বয়সে সেই উইকেটরক্ষক রড মার্শ গতকাল চলে গেছেন দুনিয়া ছেড়ে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মার্শ অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয় সর্বোচ্চ ডিসমিসালের মালিক। তার আগে অবস্থান করছেন অ্যাডাম গিলক্রিস্ট (৪১৬) ও ইয়ান হিলি (৩৯৫)। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক ছিলেন তিনি। খেলেছেন ৯২টি ওয়ানডে। প্রথম অজি উইকেটরক্ষক হিসেবে টেস্টে সেঞ্চুরির মালিক মার্শ। তা ১৯৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে। ১৯৮১ সালে প্রথম উইকেটরক্ষক হিসেবে অ্যাশেজে ১০০ ডিসমিসালের রেকর্ড গড়েন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা