অপেক্ষা ১৬ পরিচালকের
বিসিবি নির্বাচন- ক্রীড়া প্রতিবেদক
- ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:৪২
গঠনতন্ত্র অনুসারে ২৩ জন পরিচালক আসবেন নির্বাচিত হয়ে আর দু’জনকে মনোনীত করবে এনএসসি। মোট ২৫ জন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ৬ অক্টোবর। তার আগেই ক্যাটাগরি-১ জেলা ও বিভাগ থেকে সাতজন পরিচালক হিসেবে নিশ্চিত হয়ে গেছেন। এনএসসি থেকে মনোনীত হয়েছেন বিসিবির মিডিয়া বিভাগের সাবেক চেয়ারম্যান জালাল ইউনুস ও আহমদ সাজ্জাদুল আলম ববি। ভোটের আগেই ৯ জন প্রায় নিশ্চিত। এখন ১৬ জনের অপেক্ষা। এরপর জেলা ও বিভাগ থেকে তিনজন, ক্লাব থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩ থেকে একজন। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী সরে না দাঁড়ালে তিন ক্যাটাগরিতেই হবে নির্বাচন।
বিসিবিতে রাজনৈতিক অবস্থান বিবেচনা করলে শেষ পর্যন্ত কারা থাকবেন তা অনুমিতই। ক্লাব কোটা থেকে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও ইসমাঈল হায়দার মল্লিক, মঞ্জুর কাদের, নাজিব আহমেদ, এনায়েত হোসেন সিরাজ, মাহবুবুল আনামের মতো প্রভাবশালীদের টিকে যাওয়া অনেকটাই নিশ্চিত। গুঞ্জন রয়েছে পাপন এবার কোনো প্যানেল ঘোষণা না করলেও তার পছন্দেও পাত্ররাই হবে পরিচালক। তার প্যানেল ও শেষ বোর্ডে পরিচালক থাকা সাতজন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তারা হলেনÑ চট্টগ্রাম বিভাগ থেকে আকরাম খান, আ জ ম নাসির উদ্দিন, সিলেট থেকে শফিউল আলম চৌধুরী নাদেল, খুলনার শেখ সোহেল, কাজী ইনাম আহমেদ, বরিশালের আলমগীর খান আলো ও রংপুর থেকে আনোয়ারুল ইসলাম।
ক্যাটাগরি-১ থেকে যে তিনজন আসবেন তাদের লড়াই করে আসতে হবে। ঢাকা বিভাগ থেকে যে দু’জন হবেন তাদের জন্যও কঠিন চ্যালেঞ্জ। জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয় ও আশফাকুল ইসলাম টিটুর সামনে কঠিন পথ। কারণ তাদের লড়াইয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তানভীর আহমেদ টিটু ও মাদারীপুর থেকে তিনবারের মেয়র ও আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বাহাউদ্দিন নাসিমের ছোট ভাই খালেদ হোসেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক হওয়ায় কাউন্সিলরদের ওপর দারুণ প্রভাব দুর্জয়ের। ফলে আসল লড়াই হবে আশফাকুল ইসলামের বিপক্ষে তানভীর আহমেদ টিটু ও খালেদ হোসেইনের মধ্যে।
রাজশাহী বিভাগ থেকেও হতে যাচ্ছে লড়াই। বিসিবির সাবেক পরিচালক শফিউল আলম স্বপ্ন চৌধুরীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন খালেদ মাসুদ পাইলট। পাপনের আশীর্বাদপুষ্ট ও ব্যবসায়ী হওয়াতে শফিউলের আছে টাকার প্রভাব। তবে নতুন মুখ হিসেবে পাইলটেরও সুযোগ থাকছে।
ক্যাটাগরি-২ ক্লাব কোটায় ১৭ জন মনোনয়নপত্র কিনেছেন। নির্বাচিত হবে ১২ জন। প্রায় নিশ্চিত পাপন, গাজী গোলাম মুর্তজা, নজিব, মাহবুবুল, মল্লিক, এনায়েত, মঞ্জুর কাদেরের বাইরে অপেক্ষায় আছেন পাঁচজন। এগিয়ে আছেন তিন নতুন মুখ ফাহিম সিনহা, ইফতেখার রহমান মিঠু, ওবায়েদ রশিদ নিজাম। এ ছাড়া নতুন মুখ মঞ্জুর আলমের নামও দারুণভাবে শোনা যাচ্ছে। অন্য প্রার্থী সাইফুল ইসলাম ভূঁইয়া, সালাউদ্দিন চৌধুরী, আবদুর রহমান, শওকত, রফিকুল ইসলাম দৌড়ঝাঁপ করলেও তাদের পরিচালক হওয়ার সম্ভাবনা বেশ কম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা