০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

আসছে না আফগান যুবারা

-

বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। কিন্তু তাদের ফ্লাইট ও অভ্যন্তরীণ জটিলতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আলোচনা করে সফরটি স্থগিত করেছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার জানান, আফগানিস্তান সিরিজ এখন হচ্ছে না। সফরটি পিছিয়ে যাচ্ছে। আমরা এসিবির সাথে বৈঠকে বসে ভালো একটি সময় বের করব। আশা করি, দ্রুতই সিরিজটি আয়োজন করা যাবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলার কথা ছিল আফগান যুবাদের। সে লক্ষ্যে ৩১ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল আফগানদের। এর আগে বাংলাদেশও গত মার্চে আফগানিস্তান সফর স্থগিত করেছিল।

 


আরো সংবাদ



premium cement