২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

শিরোপার আরো কাছে লিলে

-

পুরো মৌসুমজুড়ে দুর্দান্ত খেলতে থাকা লিলে এগিয়ে গেল শিরোপার আরো কাছে। শুক্রবার নগর প্রতিদ্বন্দ্বী লেন্সকে ৩-০ গোলে হারিয়েছে তারা। লেন্সের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে অভিজ্ঞ টার্কিশ স্ট্রাইকার বুরাক ইয়েলমাজ লিলিকে এগিয়ে দেন। দ্বিতীয় হলুদ কার্ডের দেখে ৩৫ মিনিটের সময় লেন্স ডিফেন্ডার ক্লেমেন্ট মিচেলিন লাল কার্ড দেখে বাইরে চলে গেলে লিলের জয় আরো সহজ হয়ে ওঠে। ৫ ও ৬০ মিনিটে ২ গোল করেন ইয়েলমাজ। ৬০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন জনাথন ডেভিড।

 


আরো সংবাদ



premium cement