২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ব্রাজিলের কোচও বিদায় করল আরামবাগ

-

ভারতীয় কোচ সুব্রত ব্যানার্জিকে লিগের শুরুতেই বাদ দিয়েছিল আরামবাগ ক্রীড়া সঙ্ঘ। পরে তার সহযোগী চন্দন রাঠোরকে দিয়ে কয়েক ম্যাচে হেড কোচের ভূমিকা পালণ করানো। কিন্তু জয়ের দেখা না পাওয়ায় তাদের ছুড়ে ফেলা। পরে উড়িয়ে আনা হয় ব্রাজিলিয়ান কোচ ডগলাসকে। কিন্তু তিনিও ব্যর্থ দলকে এবারের লিগে প্রথম জয়ের স্বাদ দিতে। ফলে দলের ১১তম ম্যাচে ব্রাদার্সের কাছে হারের পরই বরখাস্ত করা হয় ডগলাসকে। লিগে মাত্র এক পয়েন্ট পাওয়া দলকে প্রিমিয়ারে টিকিয়ে রাখতে এখন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে শেখ জাহিদুর রহমান মিলনকে। মিলন এই লিগেই বরখাস্ত হন উত্তর বারিধারার হেড কোচের পদ থেকে।


আরো সংবাদ



premium cement