শিরোপার লড়াই হবে ৪ দলে
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ- ক্রীড়া প্রতিবেদক
- ১৮ জানুয়ারি ২০২১, ০০:৪৩
প্রিমিয়ার লিগের মতো লিগ প্রস্তুতির ফেডারেশর কাপ নেই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলোর জন্য। বরাবরের মতোই সরাসরি লিগ। এই ২০২০-২১ সিজনের চ্যাম্পিয়নশিপ লিগ শুরুর তারিখ এখনো ঘোষণা করেনি বাফুফের পেশাদার লিগ কমিটি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে। এই হাওয়ায় ভাসানো তথ্য। গত পরশু শেষ হয়েছে পেশাদার লিগের সেকেন্ডে টায়ারের এই লিগের দলবদল। এতে ১২ দল যেভাবে দল গুছিয়েছে তাতে শিরোপার লড়াই হতে পারে চার দলের মধ্যে। এর মধ্যে রয়েছে নবাগত ফর্টিস এফসি, উত্তরা ফুটবল ক্লাব। তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে নোফেল স্পোর্টিং ক্লাব, এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। এবারের বিসিএল থেকে একটি দল প্রিমিয়ারে প্রমোশন পাবে। অবনমন হবে দুই দলের।
বিপিএল এ খেলা ১০ ফুটবলারকে নিয়েছে ফর্টিস এফসি। এদের মধ্যে উল্লেখযোগ্য খান মোহাম্মদ তারা, উত্তম বড়–য়া এবং জাতীয় দলের সাবেক স্ট্রাইকার তৌহিদুল আলম তৌহিদ। তাদের কোচ নোফেল স্পোর্টিংকে অনূর্ধ্ব-১৮ ফুটবলে চ্যাম্পিয়ন করানো আকবর হোসেন রিদন। কোচ রিদনের সাথে ফর্টিসের সহসভাপতি শাহীন হাসান জানান, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়েছি।’ প্রিমিয়ার থেকে নেমে যাওয়া নোফেল স্পোর্টিংয়ের দায়িত্বে ‘বি’ লাইসেন্সধারী কোচ মনোয়ার হোসেন ময়না। তারও ঘোষণা, ‘আমাদের দল একেবারে ব্যালান্সড। লক্ষ্য একটাই, চ্যাম্পিয়নশিপ।’ নোফেলে আছে জাতীয় দলের সাবেক ডিফেন্ডার লিংকন, আকরামুজ্জামান লিটন, প্রিমিয়ারে খেলা স্ট্রাইকার হেলাল, মিডফিল্ডার আলীরা।
নবাগত দল উত্তরা ফুটবল ক্লাব কোচ আবদুর রাজ্জাককে দায়িত্ব দিয়েছে। ক্লাব সভাপতি মিয়া ভাই জানালেন, প্রিমিয়ারে ওঠার জন্যই দল গড়েছি। কোচ রাজ্জাকের মতে, আমরা তারুণ্যনির্ভর দল গড়েছি। আশা করি ভালো ম্যাচ উপহার দেবো।’ জাতীয় দলের সাবেক স্ট্রাইকার মিঠুন চৌধুরী, প্রিমিয়ার ফুটবলে পরিচিত মুখ রাজন মিয়া এবং বর্ষীয়ান গোলরক্ষক মোহাম্মদ আলীকে নিয়ে দল গড়া ফরাশগঞ্জের। ৫-৬ জন ফুটবলার অবশ্য টোকেন মানি নিয়েও আর ক্লাবে আসেননি। এরপরও এদের নিয়েই হবে শিরোপার লড়াই। জানান ক্লাবের সমন্বয়কারী মানস বোস বাবু রাম।
কাওরানবাজার প্রগতি সংসদের কোচ আরমান হোসাইন। সিনিয়র ডিভিশন চ্যাম্পিয়ন এই ক্লাব তাদের বাইন্ডিংস এর খেলোয়াড়দের রেখে দিয়ে দেখছে ভালো করার স্বপ্ন।
প্রথমবারের মতো বিসিএল এ খেলতে যাওয়া ওয়ান্ডারার্স ক্লাব তাদের গতবারের বাইন্ডিংস এর কিছু ভালো খেলোয়াড় পেয়েছে। জানান কোচ রেজাউল হক জামাল। সিনিয়র ডিভিশনের রানার্সআপ দল তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা