১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দায়িত্ববোধেই নিজ স্কুলের কোচ

-

গতকাল থেকে শুরু হওয়া জাতীয় স্কুল ফুটবলের চূড়ান্ত পর্বে মূল আকর্ষণ বলতে কোচ আবদুল বাতেন মজুমদার কোমল। জাতীয় দলের এই সাবেক স্ট্রাইকার খেলা ছেড়েছেন গত বছর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার শেষ ক্লাব আরামবাগ ক্রীড়া সঙ্ঘ। ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় দলে খেলা এই ফুটবলারের খেলোয়াড়ি জীবনের ইতি। এখন তিনি কোচ। আর এই কোচ নিজেরই প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের। জোন-পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে তার দল এখন চূড়ান্ত পর্বে। উদ্বোধনী ম্যাচে অবশ্য হারতে হয়নি কোমলের দলকে। ১-১ গোলে তাদের ড্র সূতী ভি এম স্কুলের সাথে।
২০০৫ সালে জেএফএ কাপের সৃষ্টি এই কোমল। এরপরই তাকে দল টানে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুর। ফিরে আর তাকাননি এরপর পেছনে। পরবর্তী সময়ে মোহামেডান, ঢাকা আবাহনী, শেখ রাসেল, শেখ জামাল এবং বাংলাদেশ দলে প্রতিনিধিত্ব করেছেন। ২০১০ সালে এস এ গেমস ফুটবলে স্বর্ণ জয়ী বাংলাদেশ দলের সদস্য তিনি। ফাইনালে তার একটি গোল ছিল আফগানিস্তানের বিপক্ষে। ২০১১ সালে মিয়ানমারে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপে মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের ২-০ গোলের জয়ে শেষ গোলটি তার। সে বছরই শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত সাফ বিচ গেমসে ফুটবলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করিয়েছেন। ১৩ গোল দিয়ে হয়েছেন আসর সেরা। এই অভিজ্ঞতাই নতুন প্রজন্মের ফুটবলারদের সাথে ভাগাভাগি করতে চান কোমল। জানান তিনি।
নিজের শিক্ষাপ্রতিষ্ঠান ফেনীর ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের হয়ে খেলেছেন ছাত্রাবস্থায়। কোমলের দেয়া তথ্য, ‘এই স্কুলে খেলার পরিবেশটা ভালো। এখানে পড়লে ফুটবলে সুযোগ পাওয়া যায়, এ কারণেই মূলত এখানে লেখাপড়া করা। আমার বাড়ি থেকে দুই কিলো দূরে এই স্কুল। এখনো আমি বাড়ি থাকলে এই স্কুল মাঠে অনুশীলন করি।’ নিজে সিভিল ইঞ্জিনিয়ার। অনেকেই ফুটবল ছেড়ে আর কোচিংয়ে আসেননি। আপনি কেন এলেন? কোমলের জবাব, ‘‘আমি ফুটবল ছাড়া থাকতে পারব না। তাই ফুটবল ছেড়ে এখন কোচিংয়ে। ইতোমধ্যে ‘সি’ লাইসেন্স নিয়েছি।’’ আরো জানান, নিজের দায়িত্ববোধ থেকেই আমি এই স্কুল দলের কোচ হয়েছি। এর আগে চট্টগ্রামের মুজিববর্ষ ফুটবলে রানার্সআপ ফেনী দলের কোচ ছিলাম। তখন নার্ভাস থাকলেও এখন আত্মবিশ্বাস, পারব।
নিজের পরবর্তী লক্ষ্য সম্পর্কে বলেন, খেলোয়াড়ি জীবনে টার্গেট থাকে জাতীয় দলে খেলা। এখন কোচ হিসেবে বাংলাদেশ দলের দায়িত্ব পাওয়াটাই লক্ষ্য।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশের বিপক্ষে খেলতে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের ‘ইসকন নিষিদ্ধের কথা বলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা চলছে’ প্রযুক্তিখাতে ক্যারিয়ার গড়তে মালয়েশিয়ার পলিটেক বিশ্ববিদ্যালয়ের ছাড় ২৮ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ ফ্যাসিষ্ট সরকার পালিয়ে গেলেও, তার দোসররা এখনো আছে : ব্যারিষ্টার খোকন প্রতিশোধ নিতেই সম্পর্ক, অতঃপর শ্বাসরোধে হত্যা করা হয় আলোচিত টিকটকার মুন্নিকে হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটকের কাজ করেছে : ড. ইফতেখারুজ্জামান দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ দক্ষিণ চীন সাগর নিয়ে শি’র কাছে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ জাপানের প্রধানমন্ত্রীর সিরাজদিখানে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সকল