২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আর্থিক নিশ্চয়তা চান ক্রিকেটাররা

ঘরোয়া ক্রিকেট
-

করোনা পরিস্থিতিতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজনের কোনো যুক্তি দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার মানে পরিস্থিতির পরিবর্তন না হলে বা ভ্যাকসিন না এলে স্থগিত হওয়া ডিপিএল মাঠে গড়ানোর সম্ভাবনা নেই। এমনিতেই ক্রিকেট থেকে দূরে ক্রিকেটাররা। তার ওপর লিগ স্থগিত হওয়ায় ক্লাবগুলো পারিশ্রমিকও দেবে না। সব মিলিয়ে কঠিন সঙ্কটে মিশ্র প্রতিক্রিয়া তাদের। কেউ বলছেন খেলা না হলে বিসিবিকে তাদের টাকার নিশ্চয়তা দিতে হবে। আবার কারো কারো দাবি খেলা ও টাকা দু’টিই। বিসিবি সভাপতির বক্তব্যের প্রতিক্রিয়ায় নয়া দিগন্তের সাথে কথা বলেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল, ঘরোয়া ক্রিকেটের তুষার ইমরান, শামসুর রহমান শুভ ও নাজমুল ইসলাম অপু।
কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘লিগ না হলে করণীয় কী হবে সে সিদ্ধান্ত জানাবেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের অভিভাবক। তিনি চান না ক্রিকেটারদের কোনো ক্ষতি হোক। সুরক্ষার কথা চিন্তা করেই হয়তো তিনি এমন কথা বলেছেন।’
তুষার ইমরান জানালেন, দায়িত্ব নিতে হবে বিসিবিকেই। লিগ না হলে ক্রিকেটারদের যে বাজে অবস্থা হবে তা ভাষায় প্রকাশ করা যাবে না। দুই বা তিনটা ক্লাব মাত্র এক রাউন্ড হলেও ৫০ ভাগ পারিশ্রমিক পরিশোধ করেছে। কোনো কোনো ক্লাব দিয়েছে ২৫-৪০ শতাংশ। বিসিবি বলার পরও ব্রাদার্স ইউনিয়ন কোনো ক্রিকেটারের পাওনা পরিশোধ করেনি। আমার দাবি দু’টি- যদি পরিস্থিতি ভালো হয় তাহলে সবার আগে যেন ডিপিএল শুরু হয়। আরেকটা দাবি হলো, লিগ না হলে যেন আমাদের অন্তত ৫০ ভাগ টাকা পরিশোধ করা হয়। বিসিবি যদি দায়িত্ব নিয়ে আমাদের পেমেন্ট দেয় প্রয়োজনে পরে আমরা শোধ করে দিবো।
মোহামেডানে খেলা শামসুর রহমান শুভ এককথায় জানালেন ‘উভয় সঙ্কটে আছি। মাত্র এক রাউন্ড খেলে ২৫ ভাগ টাকা পেয়েছি। আমি চাই খেলা হোক আবার পারিশ্রমিকটা যেন ঠিকভাবে দেয়া হয়। সত্যি কথা বলতে, না খেলে টাকা চাইতেও বিবেকে বাধে। শুধু ক্লাব এগিয়ে এলে হবে না বিসিবিকেও আমাদের জন্য কিছু করতে হবে।
প্রাইম ব্যাংকে খেলা স্পিনার নাজমুল ইসলাম অপুর একটাই চাওয়া লিগ যেন বাতিল না হয়। ‘লিগ না হলে ভীষণ বিপদ হবে। আমরা প্রাইম ব্যাংক থেকে ৫০ ভাগ টাকা পেয়েছি। লিগ না হলে বাকি টাকা চাইতেও খারাপ লাগবে। খেলেই পারিশ্রমিক নিতে চাই।’


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল