বাংলাদেশ-পাকিস্তানের নিয়ম রক্ষার ম্যাচ
- জসিম উদ্দিন রানা
- ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে গতকাল পূর্বনির্ধারিত অনুশীলন সেশন বাতিল করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ পাকিস্তানের বিপক্ষে তাদের গ্রুপ ‘এ’ তে নিজেদের শেষ ম্যাচের আগে অনুশীলনের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৯:৩০ পর্যন্ত অনুশীলন হওয়ার কথা ছিল। তবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় শেষ পর্যন্ত অনুশীলন না করার সিদ্ধান্ত নেয় দলটি। স্বাগতিক পাকিস্তান দলও পূর্ণ অনুশীলন করতে পারেনি। তারা কেবল হালকা গা গরম ও ফুটবল খেলার মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছে। আজ বেলা ৩টায় নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। তবে পাকিস্তানের আবহাওয়ার খবর অনুযায়ী আজও বৃষ্টি হতে পারে।
এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ ৫টিতে জিতেছে এবং ৩৪টিতে হেরেছে। সম্প্রতি ওয়ানডেতে দেখা হয়নি বাংলাদেশ-পাকিস্তানের। সর্বশেষ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ৭ উইকেটে জিতেছিল টাইগাররা। এ ছাড়া গত পাঁচ বছরে শেষ পাঁচ ম্যাচের ২টিতে বাংলাদেশ এবং পাকিস্তান ৩টিতে জয় পেয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি রাখতে চায় না পাকিস্তান। তাই এই আসরের নিরাপত্তায় ১২ হাজার পুলিশকে দায়িত্ব দিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দায়িত্বে অবহেলা শুরু করে নিয়োজিতরা। এমন একটি মেগা ইভেন্টে দায়িত্ব পালনে অনীহা থাকায় ১০০ জন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগেই পাকিস্তানে শুরু হয়ে যায় উৎসবের আমেজ। ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করার আনন্দে এমন কিছু হওয়াটাই স্বাভাবিক। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার এক সপ্তাহ না পেরোতেই গ্রুপ পর্ব থেকেই পাকিস্তানের বিদায়ে ভক্ত-সমর্থকদের মনমরা অবস্থা। আয়োজকদের সেমিফাইনালে যাওয়ার ন্যূনতম আশাটুকু নির্ভর করছিল গত সোমবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ওপর। কিন্তু নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ সেই ম্যাচ হেরে পাকিস্তানকে নিয়েই ডুবল। এই মাঠেই আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার।
রাওয়ালপিন্ডিতে গত বছর পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাইয়ের সিরিজে নাহিদ রানা ও তাসকিন আহমেদ পেয়েছিলেন ৬ ও ৪ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারলেও নাহিদ রানা, তাসকিন দুর্দান্ত বোলিং করেছেন।
পাকিস্তানকে হারিয়ে দেশে ফিরতে চান শান্ত
অধিনায়ক শান্ত জানিয়েছেন, দেশের সমর্থকদের জন্য অন্তত একটি জয় উপহার দিতে চান তারা। ‘আমরা ম্যাচটি জিততে চাই। আমাদের লক্ষ্য থাকবে শতভাগ দিয়ে জয় পাওয়া। দেশের হয়ে খেলা সব সময়ই গর্বের, তাই আশা করি, ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে আনবে এবং দেশকে উৎসর্গ করবে।’
আইসিসির টুর্নামেন্টে বরাবরই ব্যর্থতার গল্প লেখা হয়েছে বাংলাদেশের নামে। এখন পর্যন্ত ২২টি বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিলেও শিরোপা ছুঁতে পারেনি টাইগাররা। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছানোই বাংলাদেশের সেরা সাফল্য।
বাংলাদেশের পারফরম্যান্সে দীর্ঘদিন ধরেই প্রধান সমস্যা ব্যাটিং। কখনো কখনো বোলারদের নৈপুণ্যে কিংবা কোনো ব্যাটারের অসাধারণ ইনিংসে জয় এলেও, টুর্নামেন্ট জয়ের মতো ধারাবাহিক পারফরম্যান্স কখনোই আসেনি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি হয়েছে। শান্ত মনে করেন, দলের উন্নতির জন্য ব্যাটিং ও ফিল্ডিংয়ে আরও মনোযোগ দেয়া দরকার। তিনি বলেন, ‘আমাদের বোলিং ইউনিট বেশ শক্তিশালী, কিছু ভালো পেসার আছে, এমনকি একজন রিস্ট স্পিনারও পেয়েছি। তবে ব্যাটিং ও ফিল্ডিংয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে।’
ব্যাটিং নিয়ে দীর্ঘদিন কাজ করলেও একই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করেন তিনি। ‘টুর্নামেন্ট শেষে ব্যাটিং ইউনিটে কিছু পরিবর্তন আনা হবে। ব্যাটিং নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে এবং উন্নতির চেষ্টা করতে হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা