২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`

ক্যাম্পের আগেই বাদ ৮ ফুটবলার

-


আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য ক্যাম্প। কোচ হাভিয়ার কাবরেরা ৯ ফেব্রুয়ারি ৩৮ জনের প্রাথমিক তালিকা ঘোষণা করেছিলেন ভারতের বিপক্ষে ২৫ মার্চের ম্যাচের জন্য। তবে কাল থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে ৩৮ জনের উঠা হচ্ছে না। ৩০ জন উঠবেন হোটেল ইন্টারকন্ট্রিনালের ক্যাম্পে। অন্য ৮ ফুটবলার বাদ। যদিও ৩৮ ফুটবলারেরই ভিসা করা হয়েছিল। ৩০ ফুটবলার নিয়ে বসুন্ধরা কিংস এরিনায় ৪ মার্চ পর্যন্ত অনুশীলন শেষে ৫ তারিখে যাবে সৌদি আরবে অনুশীলন করতে। জানা গেছে, সৌদি সফরে যাওয়া কোনো ফুটবলার ইনজুরিতে পড়লে তার বিকল্প হতে পারবে বাদ পড়ারা।
এখন প্রশ্ন হচ্ছে ৩৮ জনকে ক্যাম্পে ডেকে কেন অনুশীলনের আগেই আটজনকে বাদ দেয়া হলো। আগেই তো ৩০ জনকে নেয়া যেত। জাতীয় দল সূত্রে জানা গেছে, ইনজুরির জন্য সৌদি আরবে যাওয়া হচ্ছে না বসুন্ধরা কিংসের রাব্বী হোসেন রাহুল, রফিকুল ইসলাম এবং ঢাকা আবাহনীর মুরাদ হাসানের। খেলোয়াড় সংখ্যা বেশি হওয়ায় ক্যাম্পে তোলা হচ্ছে না গোলরক্ষক আনিসুর রহমান জিকো, সাকিব আল হাসান, ডিফেন্ডার মেহেদী হাসান, জাহিদ হোসেন শান্তকে। ফলে ক্যাম্পে এখন পাঁচ গোলরক্ষকের বদলে তিনজন উঠছেন। অন্যরা হলেন- মেহদী হাসান শ্রাবণ, মিতুল মারমা এবং সুজন হোসেন।

তবে গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে বাদ দেয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এক সময়ে বাংলাদেশ দলের নির্ভরযোগ্য গোলরক্ষক ছিলেন জিকো। তবে বসুন্ধরা কিংসের সাথে এএফসি কাপ খেলে মালদ্বীপ থেকে ফেরার সময় মদ কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হন। এরপর সেই যে জাতীয় দলে জায়গা হারিয়েছেন আর ফিরতে পারছেন না। ক্লাবেও তার একাদশে খেলা হয় না নিয়মিত। সূত্র মতে জাতীয় দলে কোচ কাবরেরার ব্যক্তিগত অপছন্দের শিকার জিকো। ফলে তার আর লাল-সবুজ জার্সিতে খেলা হচ্ছে না। হয়তো এভাবেই বাজ পাখি খ্যাত এই কিপারের ক্যারিয়ারই শেষ হয়ে যাবে।
ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে শেফিল্ড ইউনিয়নে খেলা হামজা চৌধুরী সৌদি আরবে যাবেন না। তিনি ১৮ মার্চ বাংলাদেশে আসবেন। আর ইতালি লিগে ওলবিয়া কালসিও এফসিতে খেলা ফাহমিদুল ইসলাম ১০ মার্চ সৌদি আরবে দলের সাথে যোগ দেবেন।
ক্যাম্পে উঠতে যাওয়া ফুটবলাররা হলেন : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজউদ্দিন, তারিক কাজী, সাদউদ্দিন, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানী, মো: সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন পিয়াস আহমেদ নোভা এবং ফাহমিদুল ইসলাম।

 


আরো সংবাদ



premium cement
ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান পাটজাত পণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কের সমাধান চায় বিজেএসএ আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু প্রহসনের কোনো নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি : আব্দুল আজিজ হাওলাদার ১-৩ গোলে হার বাংলাদেশের ব্যাংকে কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ আজ ভূ-রাজনৈতিক স্বার্থে রাখাইনে স্বীকৃতি পেতে পারে আরাকান আর্মি ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

সকল