বার্সা-অ্যাথলেটিকোর নাটকীয় ড্র
- ক্রীড়া ডেস্ক
- ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে দর্শকরা নড়েচড়ে বসার আগেই বার্সেলোনার জালে বল পাঠায় অ্যাথলেটিকো মাদ্রিদ। জুলিয়ান আলভারেজের সেই গোলের রেশ কাটতে না কাটতেই আবার গোল করলেন ফ্রান্স ফরোয়ার্ড অ্যান্তনিও গ্রিজম্যান। দুই গোলে পিছিয়ে পড়ার পরও দারুণভাবে ঘুরে দাঁড়ায় হ্যান্সি ফ্লিকের দল। টানা চার গোল করে জয়ের দিকেই এগোচ্ছিল বার্সা। কিন্তু মার্কোস লরেন্টে জালের দেখা পাওয়ার পর আলেকজান্ডার সরলথের গোলে সমতায় ফেরে দিয়েগো সিমেওনের দল। গত ডিসেম্বরে লা লিগার ম্যাচে এই সরলথ ৯৬ মিনিটে গোল করলে বার্সেলোনার মাঠ থেকে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছিল অ্যাথলেটিকো। এবার এই নরওয়েজিয়ানের গোলেই কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে ৮ গোলের রোমাঞ্চকর লড়াই ৪-৪ গোলের নাটকীয় ড্রয়ে শেষ হয়।
অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনার চেয়ে বল দখলের লড়াইয়ে অনেক পিছিয়ে ছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। কিন্তু ম্যাচের সময় যখন ঘড়ির কাঁটায় ৪৬ সেকেন্ড ঠিক, তখনই কর্নারে সতীর্থের সাথে বল দেয়া-নেয়া করে গ্রিজম্যান ক্রস বাড়ান বক্সে। ক্লেমোঁ লংলের হেড পাসে দূরের পোস্টে ভলিতে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। সেই রেশ থাকতেই ৬ মিনিটে আরেকটি গোল খেয়ে বসে বার্সেলোনা। ডিফেন্ডার জুল কুন্দের ভুল পাসে আক্রমণে ওঠে অ্যাথলটিকো। আলভারেজের পাস ধরে বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলরক্ষককে পরাস্ত করেন গ্রিজম্যান।
ম্যাচের ১৯ থেকে ২১, এই তিন মিনিটে দু’বার জালে বল পাঠিয়ে সমতায় ফেরে বার্সা। বক্সে কুন্দের পাসে পেনাল্টি স্পটের কাছ থেকে নিচু শটে প্রথম গোলটি করেন মিডফিল্ডার পেদ্রি। আর রাফিনহার কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন ১৮ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার কুবার্সি। অ্যাথলেটিকোর দুর্বল রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে ৪১ মিনিটে বার্সেলোনাকে ৩-২-এ এগিয়ে নেন মার্টিনেজ। ম্যাচের ৭৪ মিনিটে স্কোরলাইন ৪-২ করেন রবার্ট লেভানোদোভস্কি।
চার গোল করে দারুণ এক জয়ের পথে ছিল বার্সেলোনা। কিন্তু শেষ দিকে ম্যাচের নাটকীয় মোড়। ৮৪ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন ডিফেন্ডার লরেন্টে। বক্সের ভেতর থেকে জোরাল শটে গোলটি করেন তিনি। তার পরও বার্সার জয় যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার, তখনই নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সরলথের গোলে উল্লাসে ফেটে পড়ে অ্যাথলেটিকো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা