২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`

সুমাইয়া জেসিয়ার সেঞ্চুরি সুমনার ৬ উইকেট

-

ঢাকা প্রিমিয়ার উইমেনস ক্রিকেট লিগে একরাশ হতাশা নিয়ে শারমিন সুলতানা ফিরলেও তার সঙ্গী সুমাইয়া আক্তার ভুল করেননি তিন অঙ্কের জাদুকরী ফিগার স্পর্শ করতে। তার শতরানের পর জান্নাতুল ফেরদৌস সুমনার দারুণ বোলিংয়ে জয়ের ধারা অব্যাহত রাখল শেলটেক ক্রিকেট অ্যাকাডেমি। সুমাইয়া ছাড়াও সেঞ্চুরির দেখা পান মোহামেডান স্পোর্টি ক্লাবের ভারতীয় ব্যাটার জেসিয়া আক্তার। শারমিনের মতো তিন রানের আক্ষেপে পুড়তে হয় জান্নাতুল ফেরদৌস তিথিকে।
বিকেএসপির এক নম্বর মাঠে দাপুটে পারফরম্যান্সে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ২১৯ রানে হারায় শেলটেক। ৩১৩ রানের লক্ষ্যে মাত্র সুমনার স্পিনে কাবু হয়ে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় পুলিশ। ৯ ওভারে ২৪ রানে ছয় উইকেট নেন সুমনা। সাত চারে ১২৬ বলে ৯৭ রানে আউট হন শারমিন। শেষ পর্যন্ত ৯৬ বলে ১৩ চারে ১১৩* রান করেন সুমাইয়া। তিন ম্যাচে সব ক’টিতেই জয়ের স্বাদ পেল শেলটেক।

ইউল্যাব ক্রিকেট মাঠে জশুয়ার সেঞ্চুরিতে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ১৮২ রানে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৩৩৪ রানের লক্ষ্যে ১৫১ রানের বেশি করতে পারেনি আনসার ও ভিডিপি। জেসিয়া ৯২ বলে ১৩ চার ৮ ছক্কায় করেন ১৩২ রান। মোহামেডান অধিনায়ক সালমা খাতুন ১২ রানে চারটি উইকেট নেন।
বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনী লিমিটেডকে পাঁচ উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় পায় গুলশান ইয়ুথ ক্লাব। ২৩১ রানের লক্ষ্য সাত বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা। বল হাতে দুই উইকেটের পর ব্যাটিংয়ে ৬৪ করে গুলশানের জয়ের নায়ক রিতু মনি। আবাহনীর হয়ে ১১৪ বলে ১৪ চার ও এক ছক্কায় ৯৭ রান করেন তিথি।
বিকেএসপির ৪ নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রকে ১২৩ রানে হারায় বিকেএসপি। ২৬১ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ১৩৮ রানে গুটিয়ে দেয় তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি।


আরো সংবাদ



premium cement
ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান পাটজাত পণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কের সমাধান চায় বিজেএসএ আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু প্রহসনের কোনো নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি : আব্দুল আজিজ হাওলাদার ১-৩ গোলে হার বাংলাদেশের ব্যাংকে কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ আজ ভূ-রাজনৈতিক স্বার্থে রাখাইনে স্বীকৃতি পেতে পারে আরাকান আর্মি ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

সকল