নতুন নারী ফুটবল দলের প্রথম ম্যাচ আজ
- ক্রীড়া প্রতিবেদক
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ফরোয়ার্ড লাইনে সাবিনা খাতুন। তার সাথে কৃষ্ণা রানী সরকার। মিডফিল্ডে মারিয়া মান্ডা, মনিকা চামকা, ঋতু পর্না চাকমা, ডিফেন্সে বড় শামসুন্নাহার, শিউলী আজিম, মাছুরা পারভীন। আর গোলাপোস্টের নিচে রুপনা চামকা। বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একাদশ বলতে এদেরই উপস্থিতি ছিল এত দিন। তবে আজ যাদের দেখা যাবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একাদশে তাদের অনেকেই অপরিচিত। সাবিনার নেতৃত্বে ১৮ ফুটবলারের কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহ এবং বাফুফের কঠোর অবস্থানে বাদ এই খেলোয়াড়রা। ফলে নতুন এক জাতীয় দল আজ আমিরাতের বিপক্ষে খেলতে নামছে ফিফা প্রীতি ম্যাচে। ১১৬ র্যাংকিংয়ে থাকা দলটির বিপক্ষে জয়ের জন্য লড়বে ১৩২ থাকা আফঈদা খন্দকার প্রান্তির দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে শুরু হবে এই ম্যাচ।
সিনিয়র লেভেলে আমিরাতের সাথে আগে কখনই ম্যাচ খেলেনি বাংলাদেশ। ২০১৬ ও ২০১৮ সালে অনূর্ধ্ব-১৬ এএফসি ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ দু’বার তাদের বিপক্ষে ম্যাচ খেলেছিল। প্রথমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ ৪-০ গোলে এবং পরের বার কমলাপুর স্টেডিয়ামে ৭-০ গোলে তাদের বিপক্ষে জয়। প্রথম ম্যাচে জোড়া গোল করেছিলেন কৃষ্ণা রানী সরকার। পরের ম্যাচে এক গোলের মালিক ছিলেন বড় শামসুন্নাহার এবং হ্যাটট্রিক করেন আনু চিং মগিনি। আনু চিং আগেই জাতীয় দল থেকে বাদ পড়ে এখন খেলাই ছেড়ে দিয়েছেন। অন্যদিকে বিদ্রোহে জড়িত থেকে এবারের জাতীয় দল থেকে বাদ কৃষ্ণা ও শামসুন্নাহার।
বাংলাদেশ দল গতকাল সকালে আমিরাত পৌঁছায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি হোটেলে তাদের গ্রহণ করেন। এরপর ব্রিফ করেন।
গত অক্টোবরে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ দলের প্রথম ম্যাচ এটি। অন্যদিকে আমিরাত গত বছর ইরাকের বিপক্ষে দু’টি ম্যাচ খেলে ১-০ ও ৩-০তে জিতেছে। ২০২২ সালে তারা আজারবাইজান ও সিরিয়ার বিপক্ষে ৫ ম্যাচ খেলে একটি ম্যাচে জিতেছিল সিরিয়ার বিপক্ষে।
যেহেতু নতুন বাংলাদেশ দল। এতে সাফ জয়ী দলের ৮ সদস্য এবং অতীতে জাতীয় দলে খেলা আকলিমা খাতুন আছেন। এরপরও লাল-সবুজরা নতুন জাতীয় দল হওয়ায় এবং আমিরাত র্যাংকিংয়ে এগিয়ে থাকায় স্বাগতিকরা এগিয়ে আছে। এরপর বাংলাদেশী ফুটবলপ্রেমীরা আজও ২ মার্চের ম্যাচে জয়ের বিকল্প কোনো কিছুই চিন্তা করছে না। এখন আফঈদা প্রান্তি, কোহাতি, স্বপ্না রানী, রিপা, আইরিন , মুনকিদের সাথে নতুন সুযোগ পাওয়ারা যদি প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারেন তাহলে এই নতুন দলও লাল-সবুজ পতাকা উড়াতে পারবেন আমিরাতের মাঠে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা