টেনিসে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
- ক্রীড়া প্রতিবেদক
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
টেনিস ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন খেলোয়াড় ও কোচেরা। গতকাল রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সের ভেতরে এই মানববন্ধন করেন তারা।
অভিযোগ করে কোচ রাশেদুল ইসলাম বলেন, ‘ফেডারেশন থেকে বহিষ্কৃত কোচ অমল রায়-প্রশাসনিক কর্মকর্তা সবুজ উদ্দিনকে লাঞ্ছিত ও হামলা করে আহত করার পরও বর্তমান অযোগ্য কমিটি তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে ফের কোচের দায়িত্ব দেয়। বিনা প্রশিক্ষণে ডেভিস কাপে খেলতে গিয়ে ইয়েমেন ও তাজিকিস্তানকে হারিয়ে ১৫ দলের মধ্যে ষষ্ঠ হন ইয়ামিন মুন্না। তার পরও তাদেরকে সংবর্ধনা ও আর্থিক সহযোগিতা করা হয়নি। এ ছাড়া বাহরাইনে এমন একজনকে কোচ করা হয়েছে যার সনদ নেই।’
রাশেদুল এনএসসির দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘সর্বোপরি দেশের টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটি একের পর এক দুর্নীতি ও অযোগ্যতায় বিস্মিত ও ব্যথিত আমরা টেনিস পরিবার। অবিলম্বে তাদের অপসারণের জোর দাবি জানাচ্ছি।’
চলমান জাতীয় টেনিস প্রতিযোগিতায় খেলতে এসে ইয়াসিন আরাফাত বলেন, বৈষম্যহীন বাংলাদেশে টেনিসে এখনো বৈষম্য চলছে।
ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ কারেন বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি মাত্র তিন মাস। এর মধ্যে বিদেশী একাধিক দল খেলে এসেছে। জাতীয় পর্যায়েও তিনটি টুর্নামেন্ট করছি। আমরা সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে টেনিসের উন্নয়নের চেষ্টা করছি। এর মধ্যেও যারা এই প্রশ্নগুলো উথাপিত করছে সেটি অবশ্যই দুরভিসন্ধিমূলক।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা