আগামী জানুয়ারিতে এসএ গেমস
- ক্রীড়া প্রতিবেদক
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে যাচ্ছে এসএ গেমস। আগামী বছর ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পাকিস্তানের লাহোর, ফয়সালাবাদ ও ইসলামাবাদে হবে এই গেমস। ২৭ ডিসিপ্লিনে অংশ নেবে সাতটি দেশের ক্রীড়াবিদরা। গতকাল পাকিস্তানে অনুষ্ঠিত সাউথ এশিয়ান অলিম্পিক কমিটির সভায় এই সিদ্ধান্ত। সভায় ভারত যোগ দিতে পাকিস্তান যায়নি। তবে জুমে তারা সভায় যোগ দেয়। আশাবাদ ভারত আগামী এসএ গেমসে অংশ নেবে। পাকিস্তান থেকে ফোনে জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচীব আশিকুর রহমান মিকু। আগামী গেমসে নেই খো খো। জায়গা হয়নি জিমন্যাস্টিক্সের। অন্তর্ভুক্ত হয়েছে স্নুকার ও বিলিয়ান্ড। উল্লেখ্য, ২০১৯ সালের পর আর হয়নি এই গেমস। তার কারণ করোনা ও পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার জন্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা