বর্ণবাদী আচরণে ফাঁসছেন মরিনহো
- ক্রীড়া ডেস্ক
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ঠোঁটকাটা স্বভাবের জন্য পর্তুগিজ কোচ কতবার যে সংবাদের শিরোনাম হয়েছেন, সে হিসাব করতে গেলে দিন পার হবে। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠল বর্ণবাদী আচরণের। তুরস্কের ক্লাব ফেনেরবাচের কোচ হোসে মরিনহোর বিরুদ্ধে মামলা করারও হুমকি দিয়েছে তার্কিশ লিগের আরেক ক্লাব গালাতাসারে।
ঘটনা গত পরশুর। ‘ইস্তাম্বুল ডার্বি’ নামে পরিচিত গালাতাসারে-ফেনেরবাচের ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে ফেনেরবাচের কোচ এক প্রতিক্রিয়ায় বলেছিলেন, গালাতাসারের বেঞ্চে বসে থাকা ফুটবলাররা ‘বানরের মতো লাফালাফি করছিল’। মরিনহোর এমন বক্তব্যের জবাবে সামাজিক মাধ্যমে পোস্ট করে তীব্র প্রতিবাদ জানায় গালাতাসারে। সেখানে ক্লাবটি লিখে, ‘আমরা এখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে, হোসে মরিনহোর বর্ণবাদী বিবৃতি নিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব এবং একই সাথে উয়েফা ও ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাব।’
দুই দলের ড্রয়ে নিষ্পত্তি হওয়া ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে গালাতাসারে। ২৪ ম্যাচে ক্লাবটির পয়েন্ট ৬৪। অন্যদিকে মরিহোর ফেনেরবাচে সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা