২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

টিকে থাকার লড়াই বাংলাদেশের

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ আজ
অনুশীলনে স্ট্রেচিং করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা -


যে রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশ খেলতে নামছে, সেটি তাদের কাছে যথেষ্ট পয়া ভেনু। গত আগস্টে এখানেই পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেই সাফল্য থেকে বাংলাদেশ যতই অনুপ্রেরণা খুঁজুক, দুর্দান্ত ছন্দে থাকা প্রতিপক্ষ নিউজিল্যান্ড কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি। কিউই-চ্যালেঞ্জ নেয়ার আগে বাংলাদেশকে ব্যাটিংয়ের ভুলগুলো আগে ঠিক করতে হবে। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নিমেষে অদৃশ্য হয়ে গেছে বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের পরে মান বাঁচিয়েছেন তৌহিদ হৃদয় ও জাকের আলীর অনবদ্য ব্যাটিং। তাতেও বড় স্কোর গড়া যায়নি। ম্যাচটাও জিততে পারেনি। প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরে যাওয়া বাংলাদেশ আজ রাওয়ালপিন্ডিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় ৩টায় মুখোমুখি হবে পাকিস্তানকে ৬০ রানে হারানো নিউজিল্যান্ডের। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। জয়ী হলে আশায় বুক বাঁধবে টাইগাররা আর হারলে আগামী ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়ে যাবে অর্থহীন।

ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ ম্যাচে ১১টিতে জিতেছে বাংলাদেশ, ৩৩টিতে হেরেছে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে এবং চারটিতে হেরেছে টাইগাররা। নিজের শেষ পাঁচ ওয়ানডের চারটিতেই হাফ সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো নিশ্চিত নয়। ভারতের বিপক্ষে ৬২ রানে এক উইকেট পাওয়া মোস্তাফিজুরের জায়গায় সুযোগ পেতে পারেন নাহিদ রানা।

কিউইদের বিপক্ষে তাদের মাটিতে নেপিয়ারে শেষ দেখায় ওয়ানডেতে একমাত্র জয়টি এসেছে ২০২৩ সালের ডিসেম্বরে। কিউইদের ৯ উইকেটে হারিয়েছিল টাইগাররা। নিউজিল্যান্ডকে মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অপরাজিত ৫১ রানে ভর করে মাত্র ১৫.১ ওভারে জয়ের স্বাদ পায় টাইগাররা। ২০৯ বল বাকি রেখে নিজেদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড গড়ে জিতেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ স্মৃতি অবশ্যই বাড়তি উৎসাহ দিবে বাংলাদেশকে।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার ঘটনায় দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকার পর আবার চালু হতেই সব দলের জন্য নিশ্চিত করা হয়েছে নি-িদ্র নিরাপত্তাব্যবস্থা। চাইলেও অন্যান্য দেশের মতো ঘুরতে কিংবা খেতে বের হওয়া যায় না। ম্যাচ খেলতে এবং অনুশীলনের জন্য মাঠে যাওয়া-আসা ছাড়া একরকম হোটেলবন্দী জীবনই কাটাতে হচ্ছে ক্রিকেটারদের। ইসলামাবাদের স্যারিনা হোটেলের যে ফ্লোরে এখন আছে বাংলাদেশ দল, সেখানে অন্য কোনো অতিথি রাখা হয়নি। সেই ফ্লোরে আছে সশস্ত্র নিরাপত্তা প্রহরাও। হোটেলের বাইরেও কম নয়। গতকাল দুপুর থেকে বিকেল অবধি সেখানে টাইগারদের অনুশীলনের সময় বাইরের লোক বলতে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ঢুকতে পারলেন শুধু চ্যাম্পিয়নস ট্রফি কাভার করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিকরা।

গত আগস্ট-সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করা দল এবার খেলবে ভিন্ন সংস্করণে। কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ কিছুটা থাকলেও নিরাপত্তাব্যবস্থার সাথে খাপ খাইয়ে নেয়ার চ্যালেঞ্জ নেই। গত পাঁচ বছরে টাইগাররা সেখানে গিয়েছে পাঁচবার। ২০২০ সালে কোভিডে সারা পৃথিবী স্তব্ধ হয়ে না গেলে ওই বছরই তিনবার যাওয়া হতো। এরপর ২০২৩ সালে গিয়েছে এশিয়া কাপ খেলতে। গত বছরের টেস্ট সিরিজ থেকে ফিরেছে স্মরণীয় সাফল্য নিয়ে। জাতীয় দলই শুধু নয়, পাকিস্তানে খেলেছে বাংলাদেশ ‘এ’ থেকে শুরু করে অনূর্ধ্ব-১৯ এবং নারী জাতীয় দলও। গত বছর চার দিনের ম্যাচ জিতে গেছে ‘এ’ দলও। যে ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন জাকের আলী অনিক।
ইসলামাবাদে ২২-২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশ দলের কাছে আহামরি কোনো ‘ঠাণ্ডা’ মনে হওয়ার কথা নয়। বরং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় এমন ঠাণ্ডা কন্ডিশন বরং উপভোগ্য মনে হচ্ছে তাদের। গতকাল ইসলামাবাদ ক্লাবে অনুশীলনের ফাঁকে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক জানালেন, এমন কন্ডিশন তাদের কাছে মোটেও অচেনা নয়।

টপ অর্ডারের ব্যর্থতায় সবার আগে কাঠগড়ায় উঠবেন স্বয়ং অধিনায়ক শান্ত। ভালো করেননি সৌম্য, তানজিদও। রাজ্জাকের আশা, এমন ব্যাটিংধস সামনের ম্যাচে হবে না। ‘একটা ম্যাচ হয়ে গেছে, ৫ উইকেট পড়ে গেছে। এটা টেনে না বেড়ানোই ভালো। আমরা যে রকম দল, ওটা দুর্ঘটনাবশত ঘটে গেছে। আশা করি, পরের ম্যাচে এটা হবে না।’
প্রশ্ন উঠেছে মুশফিকুর রহীমের ফর্ম নিয়েও, যিনি ভারতের বিপক্ষে ফিরেছেন শূন্য রানে। রাজ্জাক অবশ্য মুশফিককে নিয়ে চিন্তিত নন, ‘এটা মুশফিক, তৌহিদ হৃদয়, শান্ত, জাকের আলী যে কারো হতে পারে। একজনের পারফরম্যান্স নিয়ে মনে হয় না চিন্তার বিষয় হবে।’

মুশফিককে নিয়ে চিন্তা না করলেও প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে নিয়ে নিশ্চয়ই যথেষ্ট ভাবতে হবে। কিউইরা আছে উড়ন্ত ফর্মে। কয়দিন আগে পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে উড়ন্ত শুরু করেছে। প্রতিপক্ষের ফর্ম জেনে চিন্তিত হওয়ার কিছু দেখছেন না রাজ্জাক, ‘নিউজিল্যান্ড কিভাবে শুরু করেছে, কিভাবে শেষ করেছে, ওটা তাদের ব্যাপার। আমরা খুব একটা খারাপ অবস্থায় নেই। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরেছি। তবে নিশ্চিত খেলোয়াড়েরা সেটা কাটিয়ে উঠবে। সব সংস্করণেই নিউজিল্যান্ড বেশ ভালো খেলছে। এখানে এসে আবার সিরিজ জিতেছে। তবে এটা আলাদা টুর্নামেন্ট, ওটার সাথে ত্রিদেশীয় সিরিজ মেলানো ঠিক না।’
আইসিসির কোনো ইভেন্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের তৌহিদ হৃদয়। তার কথায়, ‘আমরা জানি পাকিস্তানের কন্ডিশন ভিন্ন হবে। পরের ম্যাচে আরো শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব। আমাদের পরিকল্পনা আছে।’


আরো সংবাদ



premium cement
বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার

সকল