২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

ডিপিএল থেকে সাকিবের নাম প্রত্যাহার

-

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। তবে একদিন পরেই নিজের নাম সরিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার। লিজেন্ডস অব রূপগঞ্জের এক কর্মকর্তা জানিয়েছেন, এই বিষয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে চিঠি জমা দিয়েছে দলটি।
আগের দিনই সাকিবকে দলে ভিড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল। যদিও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দেশের ক্রিকেটে আরো আগে থেকেই ব্রাত্য সাকিব। বর্তমানে বেশ কিছু রাজনৈতিক মামলাও চলছে। আছে গ্রেফতারি পরোয়ানাও। তবুও সাকিবকে খেলাতে পারবেন বলে আশা করেছিলেন বাদল। তবে আকস্মিক নিজের নাম সরিয়ে নিলেন সাকিব। সাকিব প্রসঙ্গে রূপগঞ্জের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু বলেন, ‘আপনারা জানেন সাকিবকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলার জন্য দল-বদলে অংশ নিয়েছিলাম। কিন্তু আজকে (গতকাল) সাকিব আল হাসানের সাথে আমাদের কথা হয়েছে, উনি অনুরোধ করেছেন আপাতত উনার দল-বদলটা স্থগিত রাখার জন্য।’

মোহামেডানের পর দ্বিতীয় সেরা দল গড়তে যাচ্ছে রূপগঞ্জ। গত শনিবার বিভিন্ন ক্লাব থেকে ১৪ ক্রিকেটার যোগ দিয়েছেন রূপগঞ্জে। জাতীয় দলের সাথে পাকিস্তান থাকা চার জাতীয় ক্রিকেটার সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকের আলী অনিক ও তানজিম সাকিব অনলাইনে রূপগঞ্জে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। এর বাইরে আবাহনী থেকে মাহমুদুল হাসান জয়, বাঁহাতি স্পিনার তানবির ইসলাম, প্রাইম ব্যাংক থেকে শেখ মাহেদী, রেজাউর রহমান রাজা, ধানমন্ডি ক্লাবের সাইফ হাসান, শাইনপুকুরের নেতৃত্বে থাকা আকবর আলীও যোগ দিয়েছেন রূপগঞ্জে।
জাতীয় দলের সাবেক ওপেনার এনামুল হক বিজয় আবাহনী ছেড়ে গাজী গ্রুপে ও প্রাইম ব্যাংক থেকে পারটেক্স গ্রুপে সই করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাব্বির রহমান।
দেশের এক নম্বর পেসার হয়েও দল পাচ্ছিলেন না তাসকিন আহমেদ। লিটন দাস, মুমিনুল হক ও বিজয়ের সাথে তাসকিনকে নিয়েও ছিল গুঞ্জন। অবশেষে তাসকিন এবার আবাহনী ছেড়ে মোহামেডানে গিয়েছেন। এদিকে ফর্মহীন লিটন দাস টোকেন তুলেছেন তবে কোথায় জমা দেবেন সেটাই প্রশ্ন।


আরো সংবাদ



premium cement
বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ কুমিল্লার বুড়িচংয়ে বসতঘর থেকে তরুণীর লাশ উদ্ধার

সকল