২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

সর্বোচ্চ রানের রেকর্ড ডাকেটের

রেকর্ড গড়া সেঞ্চুরি করার পর ইংলিশ ব্যাটার বেন ডাকেট : ক্রিকইনফো -

নার্ভাস নাইনটিতে বিশ্বের অনেক ব্যাটার ভুগলেও সেসব যেন তুরিতে উড়িয়ে দিলেন বেন ডাকেট। ব্যক্তিগত ৯৩ রানে দাঁড়িয়ে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে কাক্সিক্ষত তিন অঙ্কের ঠিকানায় পৌঁছে গেলেন ইংলিশ এই ওপেনার। সেখানে না থেমে গড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। আট বছর পর ফেরা চ্যাম্পিয়ন্স ট্রফি এ দিন পেয়েছে দু’টি নতুন রেকর্ড। প্রথমটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যক্তিগত ১৬৫ রানে ইনিংস ডাকেটের। অপরটি হলো ২৬ বছরের এই আসরে দলীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এত দিন এই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২০০৪ সালে নিউজিল্যান্ডের গড়া চার উইকেটে ৩৪৭ রান।
লাহোরে গতকাল গ্রুপ ‘বি’র ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে না পারলেও অবিচল ছিলেন ডাকেট। ইনিংসের সূচনা করতে নেমে এক প্রান্তে থেকে দেখেছেন একে একে ছয় ব্যাটারকে সাজঘরের পথ ধরতে। ৩০ বছর বয়সী ইংলিশ ওপেনার যখন সাজঘরে ফেরেন, ততক্ষণে শক্ত অবস্থানে পৌঁছে তার দল। ক্রিকেটের মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত এই আসরে ইতোমধ্যে তিনি গড়ে ফেলেন নতুন রেকর্ড। ১৪৩ বলে তিন ছক্কা ও ১৭ চারে গড়া ইনিংসের সুবাদে হয়ে যান চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ স্কোরার। ১৯৯৮ সাল থেকে শুরু হওয়া এই আসরে এখন পর্যন্ত দেড়শ রানও পার করতে পারেননি কোনো ব্যাটার।

বেন ডাকেট এর আগে আন্তর্জাতিকে ১৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ১০৭ রান। ছয়টি অর্ধশতকের সাথে সেঞ্চুরি ছিল দু’টি। ৪১.১৬ গড়ে ১০২.৭১ স্ট্রাইক রেটে সর্বমোট রান করেছিলেন ৮৩১।
বৈশ্বিক এই টুর্নামেন্টে এত দিন সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল যৌথভাবে দু’জন ব্যাটারের। অবশ্য দু’জনের কেউ-ই দেড়শ রানের গণ্ডিত পেরুতে পারেননি। প্রথমে ২০০২ সালের ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় ভারতের বিপক্ষে ১৪৫ রান করেছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। তার ইনিংসটি ছিল ১৬৪ বলে। আর দ্বিতীয় জন নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরের আসর অর্থাৎ ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর লন্ডনের ওভালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপরাজিত ১৪৫ রান করেছিলেন তিনি। ১৫১ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১৩ চার ও ছয় ছক্কার সাহায্যে। পরের দু’টি নাম ভারতের দুই কিংবদন্তির। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সৌরভ গাঙ্গুলি ১৪১ ও ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শচিন টেন্ডুলকারও ১৪১ রান করেছিলেন। টেন্ডুলকার আউট হলেও অপরাজিত ছিলেন সৌরভ।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এত দিন ব্যক্তিগত সর্বোচ্চ রানের সব রেকর্ডকে পেছনে ফেলে নতুন রেকর্ডের মালিক হলেন এবার ইংল্যান্ডের বেন ডাকেট।

 

 


আরো সংবাদ



premium cement