২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

কোনোমতে হার এড়াল ম্যানইউ

-

ইংলিশ প্রিমিয়ার লিগের করুণ দশা থেকে কোনোভাবেই মুক্তি মিলছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগে গতকাল এভার্টনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে রুবেন আমোরিমের দল। অবশ্য এই ড্রতে জয়ের স্বাদ পাওয়ার কথা রেড ডেভিলদের। প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে পড়া ম্যান ইউ দ্বিতীয়র্ধে আট মিনিটের ব্যবধানে দুই গোল করে লিগে টানা তিন হার এড়াল। এই ড্রয়ের পর পয়েন্ট টেবিলে আগের অবস্থানেই আছে ম্যান ইউ। ২৬ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করা ইংলিশ জায়ান্ট ক্লাবটির অবস্থান পনেরো। সমান ম্যাচ খেলা এভার্টন এক পয়েন্ট বেশি নিয়ে একধাপ উপরে আছে।


আরো সংবাদ



premium cement