২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

ফর্টিসের খেলোয়াড়দের গোলের আনন্দ : বাফুফে

মোহামেডান ৩-০ ওয়ান্ডারার্স, পুলিশ ১-০ ব্রাদার্স, ফর্টিস ৩-১ রহমতগঞ্জ
ফর্টিসের খেলোয়াড়দের গোলের আনন্দ : বাফুফে -

যেভাবে লিগের প্রথম পর্ব শেষ করেছিল ঠিক সেভাবেই ফিরতি পর্ব শুরু মোহামেডানের। গতকাল শুরু হয়েছে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিরতি পর্ব। এতে মোহামেডান ৩-০তে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। ফর্টিস এফসি ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। আর ব্রাদার্স ইউনিয়নকে ১-০তে পরাজয়ের তেতো স্বাদ দিয়েছে বাংলাদেশ পুলিশ।
ফিরতি পর্বের শুরুটা যেন পাল্টা প্রতিশোধের। প্রথম পর্বের ম্যাচে ব্রাদার্স ২-১ গোলে হারিয়েছিল পুলিশকে। কাল ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আগের সেই হারের বদলাই নিয়েছে পুলিশ। নতুন রিক্রুট ব্রাজিলেন ডিফেন্ডার ড্যানিলোর গোলে তাদের এই জয়। ম্যাচের ৪ মিনিট বয়সে গোলটি করেন তিনি। প্রথম পর্বে রহমতগঞ্জ ৩-১ গোলে জয় পেয়েছিল ফর্টিস এফসির বিপক্ষে। কাল কিংস এরিনায় আধুনিক সুবিধা সম্মলিত ফর্টিস ক্লাব পাল্টাপাল্টি ৩-১ গোলেই জয় পেয়েছে পুরান ঢাকার দলটির বিপক্ষে। ম্যাচের চারটি গোলই বিদেশীদের। ইউক্রেনের ভ্যালেরির গোলে ৩৮ মিনিটে ফর্টিসের এগিয়ে যাওয়া। ৪৯ মিনিটে স্কোর দ্বিগুণ করেন গাম্বিয়ার পা ওমর। ৫৪ মিনিটে রহমতগঞ্জের ঘানাইয়ান স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটাং এক গোল করলে লড়াইয়ে ফেরে কামাল বাবুর দল। এরপর ৯১ মিনিটে পা ওমরের দ্বিতীয় গোল জয় নিশ্চিত করে মাসুদ পারভেজ কায়সারের দলের।
মোহামেডান প্রথম পর্বের মতো বড় ব্যবধানে জিততে পারেনি ওয়ান্ডারার্সের বিপক্ষে। প্রথম পর্বে তাদের জয় ছিল ৬-০তে। কাল কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সাদাকালোরা তিনবার বল পাঠাতে পেরেছে আরেক সাদা-কালোদের জালে। ৩৮ মিনিটে মোজাফফরভের গোলে আলফাজ আহমেদের দলের এগিয়ে যাওয়া। ৮১ মিনিটে স্কোর দ্বিগুণ হয় রহিমউদ্দিনের গোলে। এরপর অধিনায়ক সোলেমান দিয়াবাতে ৮৯ মিনিটে স্কোর ৩-০ করেন।
১০ খেলা শেষে মোহামেডানের পয়েন্ট ২৭। চারে ওঠা রহমতগঞ্জের পয়েন্ট ১৫। পাঁচে নেমেছে ব্রাদার্স। তাদের পয়েন্ট রহমতগঞ্জের মতো ১৫ হলেও পিছিয়ে গোল পার্থক্যে। ১৪ পয়েন্ট নিয়ে ফর্টিস ৬ নম্বরে। আর পুলিশের পয়েন্ট ১৩। আছে সাতে।


আরো সংবাদ



premium cement