এমবাপ্পে জাদুতে স্তব্ধ সিটি
- ক্রীড়া ডেস্ক
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৯
লড়াইটা একেবারে একপেশে বানিয়ে ছেড়েছেন ‘ভবিষ্যৎ রোনালদো’। সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পে নয়, যেন ফিরে এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদো। এই খুনে রুপি ফরাসি ফরোয়ার্ড রোনালদোর মতোই বার্নাব্যুর হাজারো দর্শককে মোহাচ্ছন্ন করে রাখলেন। চিরচেনা এমবাপ্পের হ্যাটট্রিকের তোড়ে ভেসে গেল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে গত পরশু রিয়াল তারকার জাদুময়ী পারফরম্যান্সে ম্যান সিটিকে ৩-১ গোলে হারাল লস ব্লাঙ্কোসরা। দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে এগিয়ে শেষ ষোলো নিশ্চিত করল কার্লো অ্যানচেলত্তির দল।
প্রতিযোগিতার আরেক ম্যাচে ‘অল ফেঞ্চ’ লড়াইয়ে ব্রেস্টকে রীতিমতো তুলোধুনো করেছে পিএসজি। প্রথম লেগে ৩-০ গোলে জয় পাওয়া লুইস এনরিকের দল পরের লেগে নিজেদের মাঠে ব্রেস্টের বিপক্ষে গোল উৎসবে মেতে ৭-০ ব্যবধানে জয় তুলে নেয়। ফরাসি চ্যাম্পিয়ন্স ক্লাবটির ভিন্ন ভিন্ন সাত ফুটবলার প্রতিপক্ষের জালে বল পাঠায়। অন্য ম্যাচে ঘরের মাঠে জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডের ক্লাব পিএসভি। আগের লেগে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটির বিপক্ষে ১-২ গোলে হারলেও নিজেদের মাঠে ঠিকই জয় তুলে নিয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোর টিকিট কাটল পিএসভি। স্পোর্টিং সিপির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম লেগে ৩-০ ব্যবধানে জয় পাওয়ায় পরের রাউন্ডে পাড়ি দিয়েছে ডর্টমুন্ড।
বার্নাব্যুতে যে রিয়াল মাদ্রিদ ফেবারিট সেটা অবধারিতই ছিল। তবে পেপ গার্দিওলার সিটি যে এভাবে অসহায় আত্মসমর্পণ করবে তা ক’জন ভেবেছিল। দলের প্রধান দুই তারকা আর্লিং হলান্ড ও কেভিন ডি ব্রুইনাকে ছাড়া মাঠে নামা ইংলিশ ক্লাবটি ৪ মিনিটে প্রথম গোল হজম করে। সফরকারীদের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জাল কাঁপান এমবাপ্পে। ৩৩ মিনিটে রিয়ালের দ্বিতীয় গোলটি যতটা না সিটির ডিফেন্সের ভুল, তার চেয়ে বেশি এমবাপ্পের দুর্দান্ত ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিংয়ের নৈপুণ্যে। প্রধামার্ধে দুই গোল খেয়ে ৫-২ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর সিটির প্রয়োজন ছিল অতিমানবীয় কোনো পারফরম্যান্স। সেটা তো দূরে থাক উল্টো ৬১ মিনিটে ফের জালে বল পাঠিয়ে হ্যাটট্রিকের আনন্দে ভাসেন এমবাপ্পে। ছন্দের তুঙ্গে থাকা ২৬ বছর বয়সী সময়ের সেরা এই ফুটবলার প্রথম খেলোয়াড় হিসেবে ক্যাম্প ন্যু ও বার্নাব্যুতে গোল করার বিরল রেকর্ডে নাম লেখান। যোগ করা সময়ে সিটির শুধুই ব্যবধান কমানোর গোলটি আসে নিকো গঞ্জালেজের পা থেকে।
ম্যাচ শেষে অ্যানচেলোত্তি শিষ্য এমবাপ্পেকে প্রশংসায় তো ভাসিয়েছেনই, তার সাথে রিয়াল ফরোয়ার্ডের গোলক্ষুধা বাড়িয়ে দিতে অনুপ্রেরণা দিলেন রোনালদোর সাথে তুলনা টেনে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা