সামির দ্রুততম ২০০
- ক্রীড়া ডেস্ক
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৮
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় পেসার মোহাম্মদ সামি প্রথম ওভারের শেষ বলে আউট করলেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারকে। এরপর জাকের আলীকে ক্যাচ বানিয়ে গড়লেন ওয়ানডেতে দ্রুততম ২০০ উইকেটের কীর্তিও। মাইলফলকের এসব উইকেটের উদথযাপনে হয়তো দীর্ঘ এক পুনর্বাসনের স্মৃতিও মনে পড়েছে সামির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দেয়া সামি তার প্রত্যাবর্তনের সাথে তুলনা করেছেন ‘হাঁটতে শেখা একটি শিশু’।
২০২৩ সালের শেষ দিকে ঘরের মাঠে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন সামি। অথচ চোটে পড়ে সেরে উঠতে তার কেটে গেছে ১৪ মাস। গোড়ালির চোটে পড়ার পর ২০২৪ সালের মার্চে অস্ত্রোপচার হয় ভারতীয় এই পেসারের। এরপর হাঁটুতেও সমস্যা দেখা দেয়, নতুন করে আটকে যায় ক্রিকেটে ফেরা। ইংল্যান্ড সিরিজে ভালো করার পর এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দীর্ঘ এই যাত্রায় যন্ত্রণা, অপেক্ষা যেমন ছিল, ছিল শঙ্কাও।
৩৪ বছর বয়সী সামি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসি টিভিকে বলেন, ‘আমি সর্বদা ভাবতাম কখন আমি আবার মাটিতে পা রাখতে পারব। কারণ যে মাঠে ক্রমাগত দৌড়াতে অভ্যস্ত, সে এখন চলছে ক্রাচে। আমার মনের মধ্যে অনেক চিন্তা চলত। আমি কি আবার হাঁটতে পারব? প্রথম দুই মাস, আমি প্রায়ই সন্দেহ করতাম যে, আমি আবার খেলতে পারব কি না।’
এরপর যোগ করেন, ডাক্তারের কাছে আমার প্রথম প্রশ্ন ছিল ‘কত দিন পর মাঠে ফিরতে পারব’। তিনি বলেছিলেন, ‘প্রথম অগ্রাধিকার হলো তোমার হাঁটা, তারপর জগিং, তারপর দৌড়ানো এবং প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার কথা ভাবা এখনো অনেক দূরে’।
‘৬০ দিন পর, যখন তারা আমাকে আমার পা মাটিতে রাখতে বলল, আপনি আমাকে বিশ্বাস করবেন না, আমি মাটিতে পা রাখতে আর কখনো ভয় পাইনি। মনে হচ্ছিল আমি শুরু করছি, একটি ছোট বাচ্চার মতো কিভাবে হাঁটতে হয় এবং আমি কোনো জটিলতা নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু আমার বুকে ইন্ডিয়া ব্যাজ পরার আকাক্সক্ষা আমাকে এগিয়ে নিয়েছিল।’
লম্বা ওই পথ পাড়ি দিয়ে এসেছেন সামি। ইনজুরিতে যশপ্রীত বুমরা ছিটকে যাওয়ার পর এখন ভারতের পেস বোলিংয়ে নেতৃত্বের ভারও তার কাঁধে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে গড়েছেন নতুন কীর্তি। ৫১২৬ বলে সামি ২০০টি ওডিআই উইকেট নিয়েছেন। যা কিনা যে কোনো বোলারের জন্য সবচেয়ে কম। এই সংখ্যায় পৌঁছতে ৫২৪০ বল লেগেছিল মিচেল স্টার্কের। আর ম্যাচের হিসাবে ১০৪ ওয়ানডেতে সাকলাইন মুশতাকের সাথে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম উইকেট শিকারি এখন সামি। যেখানে ১০২ ওয়ানডেতে ২০০তম উইকেট নিয়েছিলেন অসি পেসার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা