২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

শুরু ম্যাচে ইয়াং ও লাথামের সেঞ্চুরি

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ফাঁকে ক্রিজে আলাপচারিতায় দুই কিউই সেঞ্চুরিয়ান উইল ইয়াং ও টম লাথাম : ক্রিকইনফো -

২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট ফিরেছে পাকিস্তানে। এই আয়োজনকে ঘিরে ক’দিন ধরেই উৎসবের আবহ দেশটিতে। তার ছাপ ছিল উদ্বোধনী দিনেও। করাচিতে গতকাল দিনের শুরুতে অবশ্য আনন্দেরই বেশি ছিল পাকিস্তানের। দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি আসার পর বিমানবাহিনীর সৌজন্যে আকাশেও হলো রঙের খেলা। এরপর হলো টস। কয়েনও পক্ষে কথা বলেছে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের। এই আনন্দের মধ্যে মাঠে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের দুই ব্যাটার উইল ইয়াং ও টম লাথাম।
টস হেরে মিচেল স্যান্টনারের দল ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে করে ৩৯ রান। আবরার আহমেদের বলে ১০ রানে ডেভন কনওয়ে ফিরলে ভাঙে জুটি। তার ফেরার চার বল পরই আউট হন কেন উইলিয়ামসন। মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেয়ার আগে তার ব্যাট থেকে আসে মাত্র এক রান। এর মধ্য দিয়ে ছয় বছরের বেশি সময় পর ওয়ানডেতে এক অঙ্কের ঘরে থাকতে আউট হলেন কিউই টপঅর্ডার এই ব্যাটার। এই সংস্করণে এর আগে ২০১৯ সালের ৫ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শ্রীলঙ্কার বিপে এক অঙ্কে আউট হয়েছিলেন তিনি।
পাকিস্তানকে এরপর ভুগিয়েছে ১২৬ বলে ১১৮ রানের ইয়াং-লাথাম জুটি। আবরার আহমেদকে সুইপ করে এক রান নিয়ে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি পূর্ণ করলেন ইয়াং। তিন অঙ্ক ছোঁয়ার পর তাকে জড়িয়ে ধরলেন অপর প্রান্তে ব্যাট হাতে থাকা লাথাম। স্বাভাবিকভাবেই মুখে হাসি ছিল ইয়াংয়ের। সেঞ্চুরির পর নাসিম শাহর বলে ফাহিম আশরাফকে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ১০৭ রানের ইনিংসটি সাজান ১১৩ বলে ১২ চার ও এক ছক্কায়। ইয়াংয়ের পর সেঞ্চুরি তুলে নেন লাথামও। ১০৪ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। এর মাঝে গ্লেন ফিলিপসকে নিয়ে গড়েন ৭৪ বলে ১২৫ রানের জুটি। ইনিংসের দুই বল বাকি থাকতে ব্যক্তিগত ৬১ রানে হারিস রউফের বলে ফখর জামানের তালুবন্দী হন তিনি। দুই সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাঁচ উইকেটে ৩২০ রান করে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে দু’টি করে উইকেট নেন নাসিম শাহ ও হারিস রউফ।


আরো সংবাদ



premium cement
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ আইন সমিতির শ্রদ্ধা এটিএম আজহারের মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান করবে জামায়াত ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হবে? বন্দী শিরি বিবাসের পরিবর্তে ‘গাজার এক নারীর’ লাশ দিয়েছে হামাস, দাবি নেতানিয়াহুর কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ আটক ২ ভালুকায় ভেকুতে দুর্বৃত্তদের আগুন ক্লাসরুম মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন সীতাকুণ্ডে হত্যার পর সমুদ্রে ফেলে দেয়া জেলের লাশ উদ্ধার বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : হামিদুর রহমান আযাদ দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় ৩৪ লাখ টাকার রুপা উদ্ধার

সকল