২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

নাহিদ রানাকে নিয়ে সবার আগ্রহ

-

সবশেষ পাকিস্তান সফরে বল হাতে গতির ঝড় তুলেছিলেন নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে দারুণ বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন ইয়ান বিশপ, হার্শা ভোগলে, শাহিন শাহ আফ্রিদিদের। পাকিস্তান সফরের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো করেছিলেন তিনি। এরপর বিপিএলের ধারাবাহিক পারফর্ম করে আলোচনার কেন্দ্র বিন্দুতে এই গতিময় পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও আছেন। আজ শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। ভারতের বিপে হাই ভোল্টেজ ম্যাচের আগেও আলোচনায় তিনি। বিশেষ করে তাকে নিয়ে বিদেশী সাংবাদিকদের আগ্রহ অনেক।
অনেক বেশি আলোচনায় থাকা নাহিদ চাপে আছেন কি না এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘রানা যে রকম বোলিং করছে একটু বাড়তি নজর তো থাকবেই। ওকে দেখে কখনো মনে হয়নি ও প্রেসারে আছে ও নরমাল আছে। একাদশে থাকলে অবশ্যই সেরাটা দেবে বলে বিশ্বাস করি।’
তিনি যোগ করেন, ‘রানা অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতো ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করছে। ভারতের বিপক্ষে খেলার সুযোগ পেলে আমার মনে হয় যে ফ্রেশই থাকবে এবং ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে।’
শান্ত আরো বলেন, ‘মাঠে যখন তাকে এমন বোলিং করতে দেখি তখন পেস ইউনিটকে অনেক বেশি সহায়তা করে। এটা মোটিভেটও করে যে প্রতিপকে কিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি। আমরা আরো দু-তিনজন ভালো পেসার পেয়েছি। আমাদের ভালো বোলিং ইউনিট আছে, আশা করি তারা তাদের ফর্ম ক্যারি করবে।’
বাংলাদেশও ফেবারিট
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত বলে গিয়েছেন চ্যাম্পিয়ন হতেই যাচ্ছে তার বাহিনী। ভারত, পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের গ্রুপে থাকায় কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বাংলাদেশের অধিনায়ক মনে করিয়ে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা সবগুলো দলই শিরোপার সামর্থ্য রাখে। সে হিসেবে বাংলাদেশও ফেবারিট।
সাম্প্রতিক সময়ে দল হিসেবে ছন্দে নেই টাইগাররা। নিজেদের সবশেষ দুই ওয়ানডে সিরিজে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে শান্ত-মিরাজরা। জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএল হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটাও ঠিকঠাক হয়নি টাইগারদের। বাংলাদেশকে টপ ফেবারিট মনে না করলেও শান্ত মনে করেন, ওয়ানডেতে বাংলাদেশ খুবই ব্যালেন্সড দল। শান্তর কথায়, ‘এই সংস্করণে আমাদের দলটা ব্যালেন্সড। বিশ্বাস করি, আমরা যেকোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জেতার সামর্থ্য রাখে। যদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি।’
কঠিন তিন প্রতিপরে সাথে নিজেদের অতীত স্মৃতির কথা মনে করিয়ে দিলেন শান্ত। ২০২২ সালে ঘরের মাঠে ভারতের বিপে ওয়ানডে সিরিজকেও সামনে এনেছেন। যদিও অতীতকে আঁকড়ে ধরে না থেকে ভারতের বিপে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে মনোযযোগী এই অধিনায়ক। ‘৮টা দলই ভালো মানের। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সাথে ভালো স্মৃতি আছে। আগামীকাল (আজ) আমরা যদি ভালো খেলতে পারি এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে ভালো একটা ম্যাচ হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচে ৪৮ ওভারে ৩৯৬ রান করেছিলেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুশফিকুর রহীমরা। অথচ পাকিস্তান শাহিনসের বিপে প্রস্তুতি ম্যাচে ২০২ রানের বেশি করতে পারেনি। হারতে হয়েছে সাত উইকেটে। প্রস্তুতি ম্যাচে হারলেও সেটার প্রভাব পড়বে না বলে মনে করেন শান্ত। ‘অনুশীলন ম্যাচে হারা নিয়ে সেটা খুব বেশি প্রভাব ফেলবে না। অনুশীলন ম্যাচে সবাইকেই বোলিং বা ব্যাটিং করার সুযোগ দিয়েছি।’


আরো সংবাদ



premium cement