চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আজ
৮ দল-১৫ ম্যাচ-এক শিরোপা।- জসিম উদ্দিন রানা
- ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আজ পাকিস্তানে শুরু হয়ে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যস্ততা। উদ্বোধনী ম্যাচে করাচিতে স্বাগতিক পাকিস্তান খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম পর্বে। দুই গ্রুপের শীর্ষ চার দলকে নিয়ে হবে দুই সেমিফাইনাল। সেমি জয়ী দুই দল নামবে শিরোপা জয়ের ফাইনালে।
২৯ বছর পর পাকিস্তান আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে স্বাগতিক হিসেবে পাকিস্তানের সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। যদিও নিরাপত্তাজনিত কারণেই পাকিস্তানে যাচ্ছে না ভারত। তারা নিজেদের সব ম্যাচ খেলবে দুবাইতে। তবে বাকি দলগুলোর সবাই খেলবে পাকিস্তানে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেল গ্রহণ করেছে, যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইতে। অন্য দিকে পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি শহরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো হবে। ১৯৯৬ সালের বিশ্বকাপের পর এটাই হবে পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম আইসিসি ইভেন্ট, যা দেশটির ক্রিকেট ভক্তদের জন্য বিশেষ এক উপলক্ষ।
তাই নিরাপত্তার কথাও ভাবতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। লাহোর ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ১২ হাজারের বেশি পুলিশ। লাহোরেই আট হাজারের বেশি পুলিশ সদস্য নিরাপত্তা দেবেন। রাওয়ালপিন্ডিতে পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য থাকবেন। নিরাপত্তার জন্য ডলফিন স্কোয়াড, পুলিশ রেসপন্স ইউনিট ও এলিট ফোর্সের দলগুলো টহল দেবে। সেখানে নিরাপত্তায় নিয়োজিতদের হাতে থাকবে অত্যাধুনিক স্নাইপারও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলে ইনজুরির কারণে ছিটকে গেছেন চারজন। সবশেষ খেলা পাঁচ ওয়ানডের মধ্যে চারটায় হেরেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা শেষ পাঁচটার মধ্যে হেরেছে সবগুলোই। আফগানিস্তান সবশেষ খেলা পাঁচটার তিনটা জিতলেও গত এক মাসে তারা কোনো ম্যাচ খেলেনি। তবে স্কোয়াডের গভীরতা, বড় আসরের চাপ মিলিয়ে বাকিদের থেকে এগিয়ে থাকবে জস বাটলারের দল। প্যাট কামিন্স, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও মার্কাস স্টয়নিস। এদের মধ্যে কামিন্স, মার্শ ও হ্যাজেলউড নেই চোটে। স্টয়নিস ওয়ানডে থেকে আকস্মিক অবসরে, স্টার্ক নেই ব্যক্তিগত কারণে।
দুইবারের চ্যাম্পিয়ন ভারত। যুৎসই প্রস্তুতি নিয়েছে তারাও। ৩ ম্যাচ সিরিজে শক্তিশালী ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে। জানুয়ারির শেষ দিকে শুরু হওয়া ৫ ম্যাচের টি-২০তেও ভারত ৪-১-এ জেতে ইংল্যান্ডের বিপক্ষে। লম্বা সময় পর ফিরে ভারত সিরিজে এতটা ভালো না করলেও জোফরা আর্চার চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতির ঝড় তুলতে পারেন, ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারা মার্ক উডও আছেন দলে। জেমি ওভারটন, ব্রাইডন কার্সের মতো দুই গতিময় পেসারের সাথে এরা গতির বৈচিত্র্য এনে রাখেন ভূমিকা। আছেন গাস অ্যাটকিনসনের মতো স্যুয়িং মাস্টার।
দক্ষিণ আফ্রিকা দল হিসেবে ভারসাম্যপূর্ণ। টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলে স্ট্রিটিয়ান স্টাবস, হেনরিক ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলারের মতো ব্যাটার আছেন। যদিও পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে কোনো ম্যাচ জিততে পারেনি দলটি। বোলিং আক্রমণে আনরিক নরকিয়াকে না পেলেও কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, তাবরাইজ শামসিরা রয়েছেন। শেষ পাঁচ ম্যাচ হারলেও প্রোটিয়ারা দেখাতে পারে বিশেষ জাদু।
ট্রাই নেশন সিরিজে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় নিউজিল্যান্ড। তিনবার তারা ৩০০ ছাড়ানো ইনিংস খেলে। প্রবল আত্মবিশ্বাসে থাকা নিউজিল্যান্ড ধাক্কা খায় গতকাল। ইনজুরিতে ছিটকে গেছেন গতিময় পেসার লকি ফার্গুসন। আকস্মিক চোটে কাইল জেমিসনকে উড়িয়ে আনছে দলটি।
ইনজুরির কারণে এই টুর্নামেন্টটি ভারতের জসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো খেলোয়াড়দের হারিয়েছে। বিপিএলে সেরা ব্যাটার হয়েও সুযোগ মিলেনি শেখ নাঈমের। অফফর্মে বাদ পড়েছেন লিটন দাসও।
টুর্নামেন্টে নিয়ে বিভিন্ন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরাও নিজেদের পছন্দের দল নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। অথচ তাদেরকেই ফেভারিটের কাতারে রাখছেন না দেশটির সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। আকমলের চোখে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য চাম্পিয়ন ভারত। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন এবারের সর্বোচ্চ রানের মালিক হবেন রোহিত শর্মা। জিতবে ভারত।
এ দিকে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা টানানো হলেও সেখানে ভারতের পতাকা অনুপস্থিত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়ে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাখ্যা দিয়ে জানিয়েছে যে, শুধু পাকিস্তানে খেলা দলগুলোর পতাকাই স্টেডিয়ামে উত্তোলন করা হয়েছে। ‘আপনারা জানেন, ভারত পাকিস্তানে খেলতে আসছে না। তারা দুবাইতে তাদের ম্যাচ খেলবে। করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরের স্টেডিয়ামগুলোতে শুধু সেসব দেশের পতাকা উত্তোলন করা হয়েছে, যারা এখানে ম্যাচ খেলবে। শুধু ভারত নয়, বাংলাদেশ দল এখনো পাকিস্তানে পৌঁছায়নি; তাই তাদের পতাকাও স্টেডিয়ামে তোলা হয়নি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা