২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

৩২ বছরের রেকর্ড ভাঙলেন রনি

-

আগের দিন ৫ হাজার মিটার দৌড়ের সময় সেনাবাহিনী ও নৌবাহিনীর অ্যাথলেটদের মধ্যে ধাক্কাধাক্কি। যে কারণে সেই রেজাল্ট ওই সময়ে দেয়া হয়নি। গতকাল ৪৭তম জাতীয় অ্যাথলেটিক্সে নারীদের দৌড়ের সময় ফের ধাক্কাধাক্কি। এরপর মারামারি। অ্যাথলেটিক্স ফেডারেশনকে মাইকে ঘোষণা দিয়ে পুলিশ ডেকে পরিস্থিতি সামাল দিতে হয়। শেষ বিকেলে ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে দ্রুততম মানব ইসমাইলের কৃত্বিত্বে সেনাবাহিনীকে টপকে নৌবাহিনীর স্বর্ণ জয় ছিল আলোচ্য। তবে দিনের আলো কেড়ে নিয়েছেন সেনাবাহিনীর স্প্রিন্টার নাজমুল হোসেন রনি। তিনি ভেঙেছেন ১৯৯৩ সালে গড়া আবদুর রহিম নঈমের ৪০০ মিটার হার্ডলসের ৫১.৮৭ সেকেন্ডের রেকর্ড। অর্থাৎ ৩২ বছরের রেকর্ড ভাঙলেন রনি। কাল সেনাবাহিনীর এই অ্যাথলেট ৫০.৮৪ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। নারীদের ৪০০ মিটার হার্ডলসে সেনাবাহিনীর বর্ষা খাতুন নতুন রেকর্ড গড়েছেন। তার টাইমিং ছিল ১.০৪.৬১ সেকেন্ড। ভেঙেছেন ২০২২ সালে গড়া সেনাবাহিনীর লিবিয়া খাতুনের ১.০৪.৭০ সেকেন্ডের রেকর্ড।
রেকর্ডের দিনে কাল নারীদের ১০০ মিটার রিলেতে রেকর্ড গড়েছে নৌবাহিনী। সোনিয়া, সুমাইয়া, কবিতা ও শিরিনরা ৪৬.৪৩ সেকেন্ডে রেকর্ড করেন। আগের রেকর্ড ছিল ২০২২ সালে ৪৬.১০ সেকেন্ড। এ ছাড়া সেনাবাহিনীর মাসুদ রানা ৭.৪৩ মিটার লাফিয়ে স্বর্ণ জয় করেছেন। ইসমাইলের স্বপ্ন ছিল এই ইভেন্টেও স্বর্ণ জেতার। তবে তাকে সন্তুষ্ট থাকতে হয় তৃতীয় হয়ে। এ ছাড়া চার স্বর্ণ জয়ের মিশনে নামা নৌবাহিনীর জহির রায়হান ৪০০ মিটারে স্বর্ণ জয়ের পর ১০০ মিটার রিলেতে দ্বিতীয় স্বর্ণ গলায় তুলেছেন ইসমাইলের সাথে। আজ তার ২০০ মিটার ও ৪০০ মিটার রিলের ইভেন্ট।
আগের জাতীয় মিটেও ৫৩.৭৩ সেকেন্ডে স্বর্ণ জেতেন রনি। এ ছাড়া ৪০০ মিটার রিলে এবং ৪০০ মিটারে স্বর্ণ আছে। তবে এখন তার পুরোপুরি মনোযোগ ৪০০ মিটার হার্ডলসে। কোচ ফরিদ খান চৌধুরীর অধীনেই এই উন্নতি তার। তবে ৪০০ মিটার স্প্রিন্টে আর খেলেন না বগুড়ার শিবগঞ্জের এই ছেলের। আর্মিতে এসেই অ্যাথলেটিক্সের সাথে সম্পৃক্ত হওয়া। এখন তিনি চান উন্নত প্রশিক্ষণ। যাতে এসএ গেমসে এই ইভেন্টে স্বর্ণ জেতা যায়।


আরো সংবাদ



premium cement