২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

রিশাদকে ঘিরে বাংলাদেশের আশা

-

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে বড় পরাজয়ের মুখ দেখলেও বাংলাদেশ দলের প্রত্যাশা এখনো অটুট। প্রতিযোগিতার ব্যাটিং সহায়ক উইকেটগুলোতে লেগস্পিনার রিশাদ হোসেনকেই গেম চেঞ্জার হিসেবে দেখছে দল। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ বেশ কয়েকজন ক্রিকেটার আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে রিশাদের ভূমিকার ব্যাপারে আশাবাদী মন্তব্য করেছেন।
সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৩৫২ রান তাড়া করে জয় পাওয়ার ঘটনা পাকিস্তানের উইকেটের চরিত্র বুঝিয়ে দিয়েছে। এমন কন্ডিশনে রিস্ট স্পিনারদের গুরুত্ব দিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সৌম্য সরকার সরাসরি রিশাদকে গেম চেঞ্জার বলে অভিহিত করেছেন। তার ভাষায়, ‘রিস্ট স্পিনাররা সবসময়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা রিশাদের ওপর ভরসা রাখছি।’
শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও শেষদিকে কার্যকর ভূমিকা রাখতে পারেন রিশাদ। টি-২০ বিশ্বকাপে একসাথে খেলার অভিজ্ঞতা থেকে পেসার তানজিম হাসান সাকিব মনে করেন, রিশাদের ব্যাটিংও দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আইসিসির ভিডিও বার্তায় তিনি বলেন, ‘রিশাদ বল হাতে নিয়মিত ব্রেকথ্রু এনে দেয়, পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রাখে।’
২০২৪ টি-২০ বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড গড়েছেন রিশাদ। আগের রেকর্ডধারী সাকিব ২০২১ টি-২০ বিশ্বকাপে নিয়েছিলেন ১১ উইকেট। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রিশাদের পারফরম্যান্স বাংলাদেশের সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে।


আরো সংবাদ



premium cement