৪ গোল ও ৪ লাল কার্ডের ডার্বি
- ক্রীড়া ডেস্ক
- ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ইংলিশ প্রিমিয়ার ক্লাব এভারটনের হোম ভেনু গুডিসন পার্ক। চলতি মৌসুম শেষে দীর্ঘ দিনের আঙিনা ছেড়ে যাচ্ছে তারা। এই মাঠেই গত পরশু হয়ে গেল শেষ মার্সিসাইড ডার্বি। ঐতিহাসিক ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে জয়ের খুব কাছে পৌঁছেও ড্র নিয়েই ফিরতে হলো লিভারপুলকে। ম্যাচের কয়েক সেকেন্ড বাকি থাকতে দারুণ এক গোলে ফেবারিটদের রুখে দিয়ে বিশেষ মুহূর্তটাকে স্মরণীয় করে তুলল এভারটন। স্বাগতিকদের হয়ে জেমস টারকোস্কি সমতাসূচক গোল করার পর উচ্ছ্বাসে মাঠে ঢুকে পড়েন কয়েকজন দর্শক। শেষের বাঁশি বাজতেই মেজাজ হারিয়ে ফেলেন দুই দলের কয়েকজন। এতে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এভারটনের মিডফিল্ডার আবদুলায়ে দোকোরে। রেফারি সরাসরি লাল কার্ড দেখান লিভারপুল কোচ আর্নে স্লটের সাথে সহকারী কোচকেও। পরে লাল কার্ড দেখে বহিষ্কার হন অল রেডদের ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোন্স। নাটকীয়ভাবেই শেষ হয় উত্তেজনায় ঠাসা ডার্বি।
গুডিসন পার্কে বেটোর গোলে প্রথমে এগিয়ে যায় এভারটন। কিছুক্ষণ পরই সফরকারীদের সমতায় ফেরান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এরপর মোহাম্মদ সালাহর গোলে জয়ের সুবাস পাওয়া অ্যানফিল্ডের দলটির কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেন টারকোস্কি। সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে টানা দুই ম্যাচ জয়শূন্য রইল অল রেডরা। গত সপ্তাহে এফএ কাপের নকআউট পর্বে দ্বিতীয় স্তরের দল প্লাইমাউথের কাছে হেরে এবার প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ড্র করল লিভারপুল। এই ড্র’র পরও লিগ টেবিলে ৫৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর্সেনাল ও তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে তৃতীয় নটিংহ্যাম ফরেস্ট। ২৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে এভারটন।
ম্যাচ শুরুর ১১ মিনিটে ব্যাথওয়েটের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করে এভারটনকে এগিয়ে নেন বেটো। অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৫ মিনিট পরই ডান দিক থেকে সালাহর বক্সের মাঝে বাড়ানো ক্রসে লাফিয়ে হেডে সমতা টানেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। ১-১ গোলে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষকে একের পর এক আক্রমণ চাপে রাখে স্বাগতিকরা। সেই চাপ সামলে ৭৩ মিনিটে কার্টিস জোন্সের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর ডান দিকের পোস্টে ফাঁকায় পেয়ে জোরাল শটে বল জালে পাঠান সালাহ। এরপর দৃশ্যপট পাল্টে দেয়া মুহূর্ত। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের অষ্টম মিনিটে সতীর্থের হেড পাস পেয়ে টারকোস্কির গোলে উল্লাসে ফেটে পড়ে পুরো এভারটন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা