শান্তর ডেপুটি মিরাজ
- ক্রীড়া প্রতিবেদক
- ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজে সফরে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়ক না থাকায় ওয়ানডে এবং টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক শান্ত ফেরায় সহ-অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছেন তিনি।
পাকিস্তান ও দুবাইয়ে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের সহ-অধিনায়ক রহমত শাহ, ভারতের শুভমান গিল। বাংলাদেশ, অস্ট্রেলিয়া কিংবা বাকিদের কেউই সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনি। ৮ দলের টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে অবশ্য সহ-অধিনায়কের নাম প্রকাশ করেছে বিসিবি। ভবিষ্যৎ অধিনায়কের ভাবনা থেকে শান্তর ডেপুটি হিসেবে মিরাজকে বেছে নিয়েছে তারা।
সবশেষ বিপিএলে চলাকালীন টি-২০ দলের নেতৃত্ব ছেড়েছেন শান্ত। তিন সংস্করণের অধিনায়ক ছাড়তে চাওয়া বাঁহাতি ব্যাটার অবশ্য এখনও টেস্ট এবং ওয়ানডের দায়িত্বে আছেন। ব্যাটিংয়ে মনোযোগ দেয়ার ভাবনায় চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি অধিনায়ক থাকবেন কি না নিশ্চিত না। তখন বাংলাদেশের ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে থাকবেন মিরাজ।
২০২৪ নভেম্বরে-ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফর অনেকটাই এগিয়ে রাখবে তাকে। এ ছাড়া টেস্ট এবং ওয়ানডেতে ধারাবাহিকভাবে পারফর্মও করছেন মিরাজ। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের সহকারী হিসেবে থাকা শান্তর অধিনায়ক হওয়া সেটার ইঙ্গিতই দিচ্ছে।
বিপিএলের সবশেষ আসরে বল হাতে দারুণ ছন্দে ছিলেন খালেদ আহমেদ। চিটাগং কিংসের হয়ে ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন। আরেক পেসার হাসান মাহমুদ খুলনা টাইগার্সের হয়ে নিয়েছেন ১৪ উইকেট। এমন পারফরম্যান্স করা দু’জনের কেউই নেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। দলের প্রস্তুতির জন্য তাদের নিয়ে দুবাই গেল বাংলাদেশ। যদিও টুর্নামেন্ট শুরু হতেই দেশে ফিরবেন তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।
বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টের আগে সাধারণত প্রতিটি দল এক বা একাধিক প্রস্তুতি ম্যাচ খেলে। তবে এবার ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে না। ২০১০ টি-২০ বিশ্বকাপের পর এই প্রথম ভারত কোনো আইসিসি টুর্নামেন্টে প্রস্তুতি ম্যাচ ছাড়াই অংশ নিতে যাচ্ছে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চারটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুটি ম্যাচ খেলবে আফগানিস্তান, একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি মাঠে পাকিস্তান শাহীনসের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে গতকাল স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির নেতৃত্ব দেবেন মোহাম্মদ হ্যারিস, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল স্কোয়াডে নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা