পাকিস্তান-নিউজিল্যান্ড ফাইনাল আজ
- ক্রীড়া ডেস্ক
- ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়া জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। পরশু দক্ষিণ আফ্রিকার করা ৩৫২ রানকে ৪ উইকেট হারিয়ে অতিক্রম করে পাকিস্তান। এটি নিজেদের মাঠে পাকিস্তানের সর্বোচ্চ রান চেজ করে ওয়ানডেতে জয়। আজ করাচিতে বেলা ৩টায় শিরোপার জন্য লড়বে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই সিরিজের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। আগামী ১৯ তারিখে পাকিস্তানের মাটিতে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটি বড় পরীক্ষা মিচেল স্যান্টনার ও মোহাম্মদ রিজওয়ানদের। কারণ উদ্বোধনী ম্যাচেও একই ভেনুতে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে স্বাগতিক পাকিস্তান।
শেষ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মেজাজ হারাতে দেখা গেছে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারকে। কেবল প্রতিপক্ষ খেলোয়াড়দের স্লেজিং করেই ক্ষান্ত হননি, কেউ কেউ তাদের দিকে তেড়েও গিয়েছেন। আইসিসির পক্ষ থেকে এসব ঘটনায় শাস্তি পেয়েছেন তিন পাকিস্তানি ক্রিকেটার শাহিন আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলাম। এর মধ্যে শাহিন আফ্রিদির জরিমানা হয়েছে ম্যাচ ফি’র ২৫ শতাংশ।
এর আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার হারিয়েছিল নিউজিল্যান্ড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা