মাত্র ১১ নারী ফুটবলারকে আমন্ত্রণ
- ক্রীড়া প্রতিবেদক
- ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল পেয়েছে একুশে পদক। তবে ২১ ফেব্রুয়ারি পদক গ্রহণের এই অনুষ্ঠানে পুরো বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানানো হয়নি। মাত্র ১১ জন ফুটবলারকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও ফেডারেশন থেকে পুরো বহরের ৩২ জনের নামই পাঠানো হয়েছিল। কিন্তু সাংস্কৃতিক মন্ত্রণালয় শুধু ১১ জনকেই পদক দিতে চাচ্ছে। ফলে বাফুফে এ নিয়ে চিঠি চালাচালি করছে মন্ত্রণালয়ের সাথে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, আমরা পুরো বহরের ৩২ জনের নামই পাঠিয়েছি। তবে বলা হয়েছে এই সংখ্যা কমিয়ে ১১ জন করতে। আমরা মনে করি সাফ শিরোপা জয়ের পছেনে পুরো কন্টিনজেন্টেরই অবদান আছে। তাই আবারো নতুন করে তালিকা পাঠিয়েছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা