ডিপিএলেও কিছুটা কোণঠাসা আবাহনী
- ক্রীড়া প্রতিবেদক
- ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
এক বছর আগে যে দাপট ছিল আবাহনীর, সেটি এখন আর নেই। রাজনৈতিক পটপরিবর্তনে উল্টে গেছে অনেক কিছুই। ইসমাইল হায়দার মল্লিকরা চাইলে জাতীয় দলের সব ক্রিকেটারকে খেলতে হতো দলটিতে। ক্ষমতা হারানোয় এবার আর সেটি হচ্ছে না। বিগত ১০ বছর ঢাকার ক্রিকেটে একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল আবাহনী ক্লাব কর্মকর্তাদের। ইচ্ছা হলে পুরো নিয়ম পাল্টে দিতেন তারা। একজন করে বিদেশী খেলার যে নিয়ম ছিল, গত মৌসুমে তাও বাতিল করে দেয় আবাহনী চাওয়ায়। আওয়ামী লীগের পতনে আবাহনী দুর্বল হলেও প্রিমিয়ার লিগে বিদেশী খেলানোর নিয়ম ফিরছে না। এ বছরও সম্পূর্ণ দেশী ক্রিকেটার নিয়ে হবে লিগ। আর্থিকভাবে সচ্ছল ক্লাবগুলো ঘর গোছাতে শুরু করেছে। উল্লেখ্য বিপিএল ফুটবলের প্রথম পর্বে আবাহনী খেলেছিল বিদেশী ছাড়াই।
আবাহনীর দল সাজাচ্ছেন হান্নান
নতুন বছর-নতুন মৌসুম-নতুন ক্রিকেটার দিয়েই শুরু হচ্ছে আবাহনীর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) যাত্রা। গেল বছরের দল থেকে তিনজন ক্রিকেটারকে এবার দলে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। খালেদ মাহমুদ সুজনের জায়গায় নতুন করে দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার।
বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীতে তারকা ক্রিকেটার নেই, তা নয়। নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, রাকিবুল হাসান, নাহিদ রানা, রিপন মণ্ডল, শেখ মাহদিকে নিশ্চিত করার খবর জানান আবাহনীর নতুন কোচ হান্নান সরকার।
৭ কোটির দল বানাচ্ছে মোহামেডান
এবার শক্তিশালী দল গড়ছে মোহামেডান। অথচ এক বছর আগেও ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদলে প্রচণ্ড দাপট ছিল আবাহনীর। পটপরিবর্তনের সুযোগে শক্তিশালী দল বানাচ্ছে মোহামেডান। মূলত বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ক্রিকেটারদেরই টেনে নিচ্ছে সাদা-কালোরা। নামীদামি সব ক্রিকেটার নিয়েছে তারা। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, রনি তালুকদার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিনদের তাঁবু এখন মতিঝিলের ক্লাবটিতে। বহু বছর পর চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছে তারা। ক্লাবপাড়ায় গুঞ্জন, মোহামেডান এবার ৭ কোটি টাকার দল।
ক্রিকেটারদের দলে টানলেও দলবদল না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) থেকে জানা গেছে, ২১ ও ২২ ফেব্রুয়ারি দলবদল অনুষ্ঠিত হবে। লিগের খেলা মাঠে গড়াবে ৩ মার্চ থেকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও বিকেএসপিতে হবে খেলা। গত ৮ ফেব্রুয়ারি ক্লাবগুলোর সঙ্গে সিসিডিএম সভায় এ সিদ্ধান্ত হয়। অর্থাৎ বর্তমান জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই লিস্ট-এ ক্রিকেট শুরু হবে।
লিজেন্ডস অব রূপগঞ্জ
ডিপিএল শুরুর আগেই লিজেন্ডস অফ রূপগঞ্জ নিজেদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে গড়ে তুলছে! ব্যাটসম্যান হিসেবে দলে ভিড়িয়েছে তানজিদ তামিম, জিসান আলম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়রা। বোলিং ইউনিটে আছেন তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রেজাউর রাজা।
প্রাইম ব্যাংকে আছেন একঝাঁক মেধাবী
জাতীয় দলের প্রধান সহকারী কোচ হওয়ায় সালাউদ্দিন নেই, তামিম ইকবাল ও মুশফিকুর রহীমও বেরিয়ে গেছেন, শেষ মুহূর্তে সৌম্য সরকারকেও না করে দিয়েছে প্রাইম ব্যাংক।
জাকির হাসান (বাঁ-হাতি ব্যাটার ও উইকেটকিপার কাম টপ অর্ডার), শাহাদাত হোসেন দিপু, পেস বোলার হাসান মাহমুদ ও বাঁ-হাতি স্পিনার নাজমুল অপুকে রেখে দিয়েছে তারা। ওপেনিংয়ে আছেন আবাহনীতে খেলা নাঈম শেখ ও সাব্বির হোসেন। রূপগঞ্জ থেকে এনেছে শামীম পাটোয়ারিকে। লেগস্পিনার রিশাদ হোসেনের ঠিকানাও প্রাইম ব্যাংক।
পিছিয়ে নেই অগ্রণী ব্যাংক
দলটিতে নাম লিখিয়েছেন ইমরুল কায়েস, অমিত হাসান, প্রিতম কুমার, মেহেদী হাসান রানা। খেলোয়াড় হিসেবে আরো আছেন সাদমান, মার্শাল আয়ুব, তাইবুর, শুভাগত, নাঈম হাসান, আরিফুলরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা