জয়ে এগিয়ে গেল শ্রীলঙ্কা
- ক্রীড়া ডেস্ক
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৫
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে গতকাল জিতেছে শ্রীলঙ্কা। আগে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে দলকে প্রায় একাই টানেন আসালাঙ্কা। তাকে প্রথমে সঙ্গ দেন দুনিথ ওয়েল্লালাগে। এই দু’জনের ৬৭ রানের জুটিকে ভাঙতেই ১৩ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ইশান মালিঙ্গাকে নিয়ে ইনিংসে সবচেয়ে বড় ৭৯ রানের জুটি গড়েন আসালাঙ্কা। যেখানে মাত্র ১ রান ছিল মালিঙ্গার। এই জুটিতে ৫৩ বলে ৭৭ রান করেন আসালাঙ্কা। এই সময়েই ১১২ বলে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি স্পর্শ করে ম্যাচসেরাও হন তিনি। শেষ পর্যন্ত আসালাঙ্কা যখন ১২৬ বলে ১২৭ রান নিয়ে সাজঘরে ফেরেন, তখন সব ক’টি উইকেট হারিয়ে দলীয় স্কোর দাঁড়ায় ২১৪ রান। এরপর শুরু হয় বোলারদের দাপট। মহেশ থিকসেনা, আসিথা ফার্নান্দো ও ওয়েল্লালাগের তোপে শেষ পর্যন্ত ১৬৫ রানেই থেমে যায় অস্ট্রেলিয়া। ৪৯ রানের জয়ে দুই ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে যায় শ্রীলঙ্কা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা