১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

ছুটছেন দেম্বেলে উড়ছেন দেম্বেলে

-

খুব বেশি দিন আগের কথা নয়, পিএসজিতে যোগ দেয়ার আগে বার্সেলোনায় ওসমান দেম্বেলের বেশির ভাগ দিনগুলো কেমন কাটত? হাসপাতাল থেকে মাঠে ফেরা আবার মাঠ থেকে হাসপাতাল। চোটকে বড্ড নিত্যসঙ্গী বানিয়ে ফরাসি ফরোয়ার্ড খুব কমই কাতালান ক্লাবটির মাঠে নামতে পারতেন। কালেভদ্রে খেলতে নেমেও ভূরি ভূরি গোল মিস করতেন দেম্বেলে। ফরাসি তারকা কি সেসব দিনগুলো মিস করেন? একদমই না। ২০২৩-২৪ মৌসুমে পিএসজিতে নাম লেখানো ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড যে রীতিমতো উড়ছেন এখন। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে গত পরশু প্লে অফের প্রথম লেগে ব্রেস্টের বিপক্ষে করেছেন জোড়া গোল।
দেম্বেলের বৃহস্পতি তুঙ্গে উঠার সূচনাটা হয়েছে গত বছরের ১৬ ডিসেম্বরে। লিগ ওয়ানে লিঁওর বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে ৮৬ মিনিটে লক্ষ্যভেদ করেন দেম্বেলে। এরপরের ১০ ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ গোলে করেছেন তিনি। চলতি বছরের দুই মাস ফুরানোর আগেই তার নামের পাশে গোলের সংখ্যা ১৫। দুই হ্যাটট্রিকের সাথে চার ম্যাচে পেয়েছেন চার জোড়া গোল। দুর্দান্ত ছন্দে থাকা এই ফরাসি তারকা কোথায় গিয়ে থামেন সেটাই দেখার।


আরো সংবাদ



premium cement

সকল