১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

আল নাসরে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন রোনালদো

-

ইংলিশ প্রিমিয়ার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২৩ সালের জানুয়ারিতে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি বছর জুনের শেষে ক্লাবটির সাথে চুক্তির মেয়াদ ফুরোবে পর্তুগিজ তারকার। তবে আল নাসর ছাড়ছেন না সিআর সেভেন, খবর সংবাদমাধ্যমের। ক্লাবটির সাথে আরো এক বছরের চুক্তি বাড়াতে যাচ্ছেন রোনালদো। কথাও পাকাপাকি হয়ে গেছে বলে জানিযেছেন ক্লাবের এক কর্মকর্তা। যদিও দু’পক্ষের আনুষ্ঠানিকতা হয়নি এখনো।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে গত পরশু আল নাসরের ওই কর্মকর্তার জানান, ‘২০২৬ সালের জুন পর্যন্ত স্টেফানো পিওলির দলে থাকবেন রোনালদো। চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তবে এখনো সই হয়নি। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’
গত সপ্তাহেই চল্লিশ ছোঁয়া রোনালদো যে শিগগিরই থামছেন না, তার ইঙ্গিতও মিলছে। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলে ২০২৩ সালের জানুয়ারিতে ২৫ কোটি ডলারের বিনিময়ে যোগ দেন আল নাসরে। তার পর থেকে ক্লাবটিতে ৯০ ম্যাচ খেলে করেছেন ৮২ গোল। আর ক্যারিয়ারে সব মিলে ৯২৫ গোল করা রোনালদো গত আগস্টে ইঙ্গিতও দেন যে, তিনি নিজের পেশাদার ক্যারিয়ার শেষ করতে চান আল নাসরেই।


আরো সংবাদ



premium cement

সকল