৫ বছর নিষিদ্ধ সোহেলি
- ক্রীড়া প্রতিবেদক
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি। ৩৬ বছর বয়সী সোহেলি আক্তার এই ৫ বছর ক্রিকেটীয় সব কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ থাকবেন। নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে গত ১০ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, বাংলাদেশী ক্রিকেটার সোহেলি আক্তার খেলোয়াড় বিধির মোট ৫টি নিয়ম লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের সময়কার।
সোহেলি ২০২৩ নারী টি-২০ বিশ্বকাপ দলে ছিলেন না। তবে স্কোয়াডে থাকা আরেক ক্রিকেটারকে তিনি মুঠোফোনে ফিক্সিংয়ের বার্তা পাঠান অস্ট্রেলিয়ার ম্যাচের আগে। যেখানে ওই ক্রিকেটারকে বড় অঙ্কের টাকার লোভ দেখানো হয়। যা ওই ক্রিকেটার জানিয়ে দেন আকসুকে।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সোহেলির। ২০২২ সালে নিজের শেষ ম্যাচ খেলার আগ পর্যন্ত তিনি ২টি ওয়ানডে ও ১৩টি টি-২০ ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে তার উইকেট ১১টি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা