১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

বিদ্রোহী নারী ফুটবলারদের পাশে আমিনুল

-

নারী দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারের ওপরই আস্থা রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সভাপতি তাবিথ আউয়ালের অনুরোধের পরেও সাবিনা খাতুনরা বাটলারের অধীনে অনুশীলন না করার অবস্থানে অনড়। এ দিকে, বাফুফে বাটলারকে দিয়ে বিকল্প দল গড়ার কাজও শুরু করেছে। সরাসরি বাদ না দিয়ে এমন অবস্থা সৃষ্টি করা হচ্ছে যেন সাবিনারাই এক পর্যায়ে স্বেচ্ছায় ক্যাম্প ছাড়তে বাধ্য হন। ১৮ জন নারী ফুটবলার বাফুফে ক্যাম্প ছাড়লে সেটা বাংলাদেশের ফুটবলের জন্য হবে বড় ক্ষতি। জাতীয় পুরুষ দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ‘সিনিয়র ফুটবলাররা যদি চলেই যায় এই ক্ষতিটা হবে অপূরণীয়। এটা জাতির দুর্ভাগ্য হয়ে থাকবে এবং দায় বাফুফেকে নিতে হবে। বাফুফে অবশ্যই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। তারা যেন ফুটবলের সঙ্গেই থাকেন সেটা নিশ্চিত করাও বাফুফের দায়িত্ব।’
পুরুষ ফুটবলে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হয়েছে। ২০০৩ সালে ঢাকা সাফ ফুটবলে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর গোলরক্ষক আমিনুল। সাফ চ্যাম্পিয়ন দলের এই সদস্য সরাসরি সাবিনাদের পাশে দাঁড়ালেন, ‘একটি শিরোপা কত কষ্ট-পরিশ্রমে আসে এটা খেলোয়াড়রা জানে। আর সেখানে এই নারী দলের অনেকেই টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য। খেলোয়াড়-কোচ সমস্যা নাকি অনেক দিন থেকেই। খেলোয়াড়দের বিষয়টি প্রাধান্য দিয়ে অবশ্যই ফেডারেশনের উচিত ছিল বিষয়টি মীমাংসা করে এর পর কোচ ঠিক করা।’
গত সাফের পর ২৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে খেলায় ফিরবে বাংলাদেশ। দ্বিতীয় প্রীতি ম্যাচ ২ মার্চ। ম্যাচ দুটি তারা খেলবে প্রতিপক্ষের মাঠে। ১৫ ফেব্রুয়ারি এই সফরের জন্য দল দেয়ার কথা রয়েছে। অনুশীলনের মধ্যে না থাকায় এই দুই প্রীতি ম্যাচে ‘বিদ্রোহী’দের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অবশ্য যারা অনুশীলন চালিয়ে যাচ্ছে, তাদের সাথেই বাফুফে ক্যাম্পে আছে ওই ১৮ জন। এর মাঝে আবার তাদেরকে ছুটি দেয়ার খবরও চাউর হয়েছে, কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সাফ জয়ী দলের দুই খেলোয়াড় জানিয়েছেন, ছুটির বিষয়ে তাদেরকে কিছু জানায়নি বাফুফে। এদিকে বাফুফে সভাপতি বুধ-বৃহস্পতিবারের দিকে লন্ডনে যাওয়ার কথা। সব মিলিয়ে হ-য-ব-র-ল পরিস্থিতিতে একটা সমাধানের অপেক্ষায় থাকার কথা বললেন এক ‘বিদ্রোহী’ ফরোয়ার্ড। ‘একটা করে দিন যাচ্ছে আর উৎকণ্ঠা বাড়ছে, কী করার আছে? আমাদের জায়গা থেকে সরব না। ছুটির ব্যাপারে আমাদের কিছু বলেনি। যে কোনো সমাধানের জন্যই প্রস্তুত তারা।
উদ্ভূত পরিস্থিতির পেছনে আমিনুল বাফুফের নারী উইংয়ের দায়ই বেশি দেখছে, ‘ফেডারেশনের উচিত যাদের দায়িত্বের অবহেলায় এই সঙ্কট তৈরি হয়েছে অতি সত্বর তাদের অপসারণ করা।’
বাংলাদেশ নারী দল দক্ষিণ এশিয়ায় টানা দুইবার অপরাজিত চ্যাম্পিয়ন। তাদের চোখ এখন এশিয়ায়। ঋতুপর্ণা, রুপনা চাকমারা ফুটবল ছেড়ে দিলে সেটা সহসাই সম্ভব নয় বলে মনে করেন আমিনুল, ‘নারী ফুটবলে এশিয়ান পর্যায়ে অবস্থান করতে হলে দক্ষিণ এশিয়ার সেরাদের দ্বারাই সম্ভব। সেরা গোলরক্ষক ও টুর্নামেন্টসেরা বাংলাদেশের রুপনা-ঋতুপর্ণা। এদের পক্ষেই সম্ভব এশিয়ান পর্যায়ে কিছু করা। নতুনদের সাফ পর্যায়ে প্রতিষ্ঠা পেতে সময় লাগবে।’
বাটলার-সাবিনাদের দ্বন্দ্ব অনেকটাই ইগোকেন্দ্রিক। ঠিক তেমনি বাফুফের কাছেও এখন বিষয়টি ‘ইগো’র পর্যায়ে। বাটলারকে সরালে বাফুফের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভুল প্রমাণিত হবে। ফুটবল সংশ্লিষ্টদের ধারণা, ফেডারেশনের অদূরদর্শী ও অপেশাদার সিদ্ধান্তে কয়েকজন ফুটবলারের বিমুখতা তৈরি হচ্ছে। ফুটবলে কোচই সর্বেসর্বা। সাফ চলাকালে অবশ্য সেসব পিটার বাটলারের হাতে ছিল না। খেলোয়াড়দের কাছে গ্রহণযোগ্যতা ও নিয়ন্ত্রণ দুটোই হারিয়েছিলেন। সনদ ও প্রোফাইলে উচ্চধারী হলেও তার অবস্থান সুদৃঢ় ছিল না বাংলাদেশ নারী দলে।


আরো সংবাদ



premium cement
সাভারে ডেভিল হান্টে গ্রেফতার ১২ দুই গাড়ির সাথে বাসের সংঘর্ষ : হতাহত ৪ চলতি বছরের সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে বিশ্ববিদ্যালয় হলো প্রচলিত জ্ঞানকে চ্যালেঞ্জ করার জায়গা : আলী রীয়াজ অপারেশন ডেভিল হান্ট : উখিয়ায় আ’লীগ নেতা গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা সুনামগঞ্জে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরো ৭ বিজিবির প্রতিবাদে সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস বিএসএফের সিলেটে ১৩ পুলিশ সদস্য ক্লোজড সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ভারতের বিহারের ডাকাতির ঘটনার ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার : রিউমার স্ক্যানার

সকল