১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

দ্বিতীয়বার জিম্বাবুয়েকে হারাল আয়ারল্যান্ড

-

টেস্ট মর্যাদা পাওয়ার পর এই সংস্করণে প্রথম সাত ম্যাচই হেরেছিল আয়ারল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা তিন ম্যাচে জয় পেল আইরিশরা। যার সবশেষ জয়টি গতকাল পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। গত বছর ঘরের মাঠে জয়ের পর এবার জিম্বাবুয়ের মাটিতেই তাদের হারিয়ে একমাত্র টেস্ট ম্যাচটি ৬৩ রানে জিতে নেয় আইরিশরা। প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে ২৬৭ রানের সংগ্রহ পেয়েছিল জিম্বাবুয়ে। সাত রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২৯৮ রান করে আইরিশরা। ফলে একমাত্র টেস্ট জয়ের জন্য স্বাগতিদের লক্ষ্য দাঁড়ায় ২৯২ রান। কঠিন চ্যালেঞ্জ তাড়া করতে নেমে ২২৮ রান পর্যন্ত যেতে পারে জিম্বাবুয়ে।


আরো সংবাদ



premium cement