বার্সার জয়ে জমে উঠল লিগের লড়াই
- ক্রীড়া ডেস্ক
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৫
এই তো ক’দিন আগেই লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ থেকে ৯ পয়েন্ট পিছিয়ে ছিল বার্সেলোনা। মৌসুমের প্রথম দিকের দাপুটে বার্সা আবার পুনরোদ্যমে ফিরে আসে। লিগে শীর্ষে থাকা দু’টি দল রিয়াল ও অ্যাথলেটিকো মাদ্রিদ পয়েন্ট হারানোয় ব্যবধান কমিয়ে আনার দারুণ সুযোগ লুফে নেয় হ্যান্সি ফ্লিকের দল। ধুঁকতে থাকা সেভিয়ার বিপক্ষে গত পরশু ৪-১ গোলের জয়ে লিগে শীর্ষে ওঠার লড়াই আরো জমিয়ে দিয়েছে বার্সা। শেষের আধা ঘন্টা দশ জনের দল নিয়েও প্রতিপক্ষকে বিন্দু পরিমাণ ছাড় দেয়নি তারা। ২৩ ম্যাচে ১৫ জয়ে কাতালান ক্লাবটি ৪৮ পয়েন্ট নিয়ে এখন তৃতীয় স্থানে। ঠিক এক পয়েন্টের দূরত্বে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে দিয়াগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ। আর শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৫০।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা