১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

ফরচুনরা বরিশালে সংবর্ধিত

ফরচুনরা বরিশালে সংবর্ধিত -

তামিম ইকবালের নেতৃত্বে টানা দু’বার বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তাদের সমর্থনে মিরপুর-সিলেট-চট্টগ্রামে ছিল গ্যালারি ভরা ছিল দর্শক। এমনকি চ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দ উল্লাস হয়েছে রাজধানীতে। এবার বরিশালবাসীর আনন্দ বাড়িয়ে দিতে গতকাল বিপিএলের শিরোপা নিয়ে বরিশালে যান তামিম বাহিনী। সংবর্ধনা অনুষ্ঠানে ভাংচুরের ঘটনাও ঘটে। ৪-৫ ঘণ্টা বেলস পার্কে অপেক্ষা করার পর তামিম বাহিনী সেখানে মাত্র ৪-৫ মিনিট ছিলেন। তাতেই বিক্ষুব্ধ সমর্থকরা প্রথমে চেয়ার পরে মঞ্চ ভাংচুর করে।
গুঞ্জন ছিল লঞ্চে চড়ে বরিশাল যাবে বিপিএল ট্রফি। এ জন্য একটি লঞ্চ বরিশালের জার্সির রঙে রঙ করা হয়েছিল। হঠাৎ ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান সিদ্ধান্ত বদল করে ট্রফি নিয়ে বিমান থেকে নামলেন বরিশালে। বিমানবন্দরে নামার সাথে সাথেই তামিম-মুশফিক-মাহমুদুল্লাদের দেখে হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন। ফুলের শুভেচ্ছায় সিক্ত হন টিমের খেলোয়াড়রা। পরে সমর্থকরা খেলোয়াড়দের বহনকারী বরিশালের টিম বাসের সাথে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে নগরীর বিভিন্ন স্থানে যান। শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক বেলস পার্কে বরণ করে নেয়া হয়েছে বিপিএল চ্যাম্পিয়নদের। তাদের দেখতে জনসমুদ্রে পরিণত হয়েছে বেলস পার্ক। বরিশাল নগরীর পুরো বেলস পার্ক মাঠ থ‘ফরচুন-বরিশাল’ সেøাগানে মুখরিত হয়ে উঠেছে।
অনেকেই জানালেন, এটা শুধু ক্রিকেট নয়, বরিশালের গর্ব। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় আমরা দারুণ গর্বিত। আমরা এখন হ্যাটট্রিক বিজয়ে অপেক্ষায়। আগামী বিপিএলে বরিশাল স্টেডিয়ামে খেলার আয়োজন করার অনুরোধও করেছেন অনেকে।

 


আরো সংবাদ



premium cement