শ্রীলঙ্কায় ১৪ বছর পর সিরিজ জয় অস্ট্রেলিয়ার
- ক্রীড়া ডেস্ক
- ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৪
শ্রীলঙ্কা প্রথম ও দ্বিতীয় ইনিংস : ২৫৭ ও ২৩১।
অস্ট্রেলিয়া প্রথম ও দ্বিতীয় ইনিংস : ৪১৪ ও ৭৫/১।
ফল : অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী।
সিরিজ : ২-০তে জয়ী অস্ট্রেলিয়া।
কুশল মেন্ডিসের আউটের পরই অনেকটা নিশ্চিত ছিল, টেস্ট জিততে খুব বেশি সময় লাগবে না অস্ট্রেলিয়ার। হলোও তাই। শ্রীলঙ্কার ছুড়ে দেয়া মামুলি লক্ষ্য ৭৪ রানকে ১ উইকেট হারিয়ে ১৭.৪ ওভারেই টপকে যায় স্টিভেন স্মিথের দল। দুই টেস্ট সিরিজের প্রথমটিতেও বড় ব্যবধানে জয় পেয়েছিল সফরকারীরা। আর দ্বিতীয় টেস্টে বড় এই জয়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটাল অসিরা। লঙ্কানদের বিপক্ষে এর আগে ২০১১ সালে তাদের মাটিতে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া।
গলে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৪৮ রান নিয়ে অপরাজিত ছিলেন মেন্ডিস। চতুর্থ দিনে তার সাথে মাঠে আসেন লাহিরু কুমারা। দিনের তৃতীয় ওভারেই বিদায় নেন মেন্ডিস। আগের দিনের রানের সাথে এদিন ২ রান যোগ করে হাফ সেঞ্চুরি পূর্ণ হওয়ার পর লিয়নের বলে স্মিথের ক্যাচে পরিণত হন মেন্ডিস। শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন লাহিরু ৯ রান করে। ২৩১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে স্বাগতিকদের ২৫৭ রানের জবাবে ৪১৪ রান করেছিল অস্ট্রেলিয়া। ফলে ম্যাচ জয়ের জন্য তাদের সামনে টার্গেট দাঁড়ায় ৭৫ রানের। যা ৯ উইকেট হাতে রেখেই ৭৫ রান করে সিরিজ জয় করল অস্ট্রেলিয়া। দুই ম্যাচ টেস্ট সিরিজে স্বাগতিকদের ২-০তে হারাল সফরকারীরা। ম্যাচসেরা হন অ্যালেক্স ক্যারি ও সিরিজসেরা স্টিভেন স্মিথ।
টেস্ট ক্যারিয়ারকে এই ম্যাচ দিয়ে বিদায় জানান লঙ্কান ক্রিকেটার দিমুথ কারুনারতেœ। কিন্তু বিদায়টা সুখকর হলো না ৩৬ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডারের। অপর দিকে অসি দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ছিলেন না এই সিরিজে। চোটের কারণে নেই ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউডরাও। তারপরও স্মিথের নেতৃত্বে দারুণ এক সিরিজ জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া। শুধু নেতৃত্বেই নয়, দুই টেস্টে দু’টি সেঞ্চুরি করে ম্যান অব দ্য সিরিজ তিনিই। ফিল্ডার হিসেবে রিকি পন্টিংয়ের ১৯৬ ক্যাচকে ছাড়িয়ে কুশল মেন্ডিসের ক্যাচ নিয়ে অস্ট্রেলিয়ার প্রথম (নন-কিপার) ফিল্ডার হিসেবে ২০০ ক্যাচের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।
এই সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে সব দলের পালা শেষ হলো। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এই চক্রে ফাইনাল আগেই নিশ্চিত করেছিল। তাদের প্রতিপক্ষ প্রথমবার ফাইনালে উঠে আসা দক্ষিণ আফ্রিকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা