১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১, ১০ শাবান ১৪৪৬
`

বাফুফে চুক্তিতে থাকছেন না বিদ্রোহীরা!

-

পিটার বাটলারের অধীনে অনুশীল বয়কট করা ১৮ ফুটবলারকে নিয়ে আর ভাবছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যে ৩৭ জন ফুটবলারকে নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বাটলার, তাদের নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে কর্তারা।
সূত্রমতে সিনিয়র জাতীয় দলের ১৩ জনসহ বয়সভিত্তিক দলের অন্যদের থেকে কয়েকজনকে নতুন চুক্তিতে রাখা হচ্ছে। বাফুফের শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আপাতত এই ১৮ জনকে নিয়ে আমরা আর ভাবছি না। ওদেরকে বলেছি, যখন অনুশীলন ফিরবে তখনই তোমাদের নিয়ে আমরা পরিকল্পনা করব। যারা এখন অনুশীলন করছে তাদেরকে নিয়েই বিকল্প দল গড়া হবে।’
আজ কিংবা কালকের মধ্যে চুক্তি করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা, ‘আগের ১৩ জন এবং নতুন যোগ হওয়া থেকে যারা ভালো করছে, তাদেরকে চুক্তিতে রাখা হবে। যারা অনুশীলন বয়কট করেছে, তাদের রাখা হচ্ছে না। আজ কিংবা কাল জানিয়ে দেয়া হবে।’
গত বৃহস্পতিবার রাতে বিশেষ কমিটির প্রতিবেদন পেয়ে সেই রাতেই মেয়েদের সাথে দেখা করেন সভাপতি তাবিথ আউয়াল। সবার সাথে আলাদা করে কথা বলে সমাধানের আশ্বাস দেন। সভাপতি মেয়েদের অনুশীলনে ফিরতে বলেছেন। এরপরও মেয়েরা ফেরেনি। সভাপতি গত শনিবার পর্যন্ত সময় দিয়েছিলেন; কিন্তু তারা যেহেতু ফেরেনি সেহেতু তাদের নিয়ে আর ভাবার কিছু নেই। আমরা বলেছি, ক্যাম্পে তোমরা থাকো, খাও-দাও। যখন তোমরা ফিরবে আমরা গ্রহণ করব তোমাদের।

 


আরো সংবাদ



premium cement