হামজা ও ফাহমিদুলকে নিয়ে দল ঘোষণা
- ক্রীড়া ডেস্ক
- ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৪
এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। সেখানে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে সদ্যই চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে ধারে যোগ দেয়া অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরী। ডাক পেয়েছেন ইতালি প্রবাসী তরুণ মিডফিল্ডার ফাহামেদুল ইসলামও। ১৮ বছর বয়সী মিডফিল্ডার ফাহামেদুল খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়াতে। চলতি মাসেই তিনি সেখানে পাড়ি জমিয়েছেন। সিরি ডিতে ‘জি’ গ্রুপে রয়েছে অলবিয়া। এর আগে ফাহামিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগোরনা ও লিভোরনোতে।
বাছাইপর্বে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। ভারত ছাড়া এই গ্রুপের বাকি দুই দল হংকং ও সিঙ্গাপুর। পয়েন্ট তালিকার শীর্ষ দল ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।
বাংলাদেশ প্রাথমিক দল : মিতুল মারমা, সুজন, জিকো, শ্রাবণ, সাকিব, মুরাদ, মেহেদী, তপু, রহমত, শাকিল, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক, তপু বর্মণ, সাদ, সুশান্ত, ইয়াসিন, শান্ত, হৃদয়, পাপন সিং, কাজেম কিরমানি, সোহেল রানা, চন্দন, জনি, মোরসালিন, জামাল, হামজা, ফয়সাল, রাকিব, রাব্বি, রফিকুল, শাহরিয়ার, ইব্রাহিম, আরিফ, আল আমিন, পিয়াস ও ফাহমিদুল ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা