সোয়াইজনী টি-২০ ক্রিকেট শুরু
- নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৪
সোয়াইজনী স্পোর্টস ক্লাবের উদ্যোগে গত শনিবার শুরু হয়েছে ‘সোয়াইজনী টি-২০ ক্রিকেট ২০২৫’। ৮ দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ভাটিবড়াটিয়ার শহীদ জিয়া স্মৃতি সংঘকে (৮৪) ৭ উইকেটে হারিয়েছে পঙ্খিরাজ ক্লাব পূর্ব নিকলী (৮৫)। ম্যাচসেরা হন পঙ্খিরাজ ক্লাবের মো: মাহিন। খেলা পরিচালনা করেন শেখ হুমায়ুন তালুকদার, শেখ রাসেল ও নাজমুল কবির। কারার মোশারফ হোসেনের সভাপতিত্বে এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু।
উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নিকলী সমিতির সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ লিটন, বংশাল (ঢাকা) সার্কেল কর কর্মকর্তা মুশফেকুর রহমান জোসেফ, উপজেলা জিসাসের আহবায়ক মিয়া হোসেন, জেলা যুব দলের সদস্য কামরুল হাসান, বিএনপি দক্ষিণ কোরিয়া শাখার সহসভাপতি আবুল মনসুর মামুন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অল কাইয়ুম, জারইতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: জাকির হোসেন, বিএডিসির ইঞ্জিনিয়ার এ এম রাকিবুল হক পাভেল, সাবেক ক্রিকেটার খোকন, মনিরুল ইসলাম, আবু ইমরান রানা, মোকাররম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম প্রমুখ।
গ্রুপ ‘বি’তে গতকাল নিকলী সদর ইউনিয়ন পশ্চিমকে (১৩১) ১৩ রানে হারিয়েছে ছাতিরচর ইউনিয়ন (১৪৪)। ম্যাচসেরা হন ছাতিরচরের রাতুল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা