০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

৩ মার্চ থেকে প্রিমিয়ার ক্রিকেট

-

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফাইনাল গত পরশু শেষ হয়েছে চিটাগং কিংস ও ফরচুন বরিশাল ম্যাচের মধ্য দিয়ে। বিপিএল শেষ হতেই গতকাল থেকে শুরু হয়ে গেছে ক্লাব কর্তা, কোচ ও ক্রিকেটারদের কর্মব্যস্ততা। জানা গেছে, আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি চলবে ক্রিকেটারদের দলবদল অনুষ্ঠান। সেখানে দলবদলের আনুষ্ঠানিক কাজকর্ম সারবেন ক্রিকেটাররা। ইতোমধ্যে ঘর গোছাতে ব্যস্ততা শুরু হয়ে গেছে ক্লাবগুলোর। ২০২৫ সালের প্রিমিয়ার লিগের নতুন দল সাজাতে পছন্দের ক্রিকেটারদের সাথে যোগাযোগ চলছে ক্লাব কর্তাদের।
এবার ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ। গত দুই বছর ধরেই সাদা-কালো জার্সি গায়ে খেলছেন মাহমুদুল্লাহ। পুরনো ডেরায় আবার ফিরেছেন তামিম ও মুশফিক। বিশ্বস্ত সূত্রের খবর, তাদের সাথে সর্বশেষ সংযোজন হয়েছেন তৌহিদ হৃদয়। আবাহনী ছেড়ে মোহামেডানে পাড়ি জমিয়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন।
আবাহনীতেই থেকে যাচ্ছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানা গেছে, আকাশি-নীল শিবিরেই খেলার সম্ভাবনা রয়েছে মোসাদ্দেকেরও। আবাহনী ছেড়ে জাকের আলী অনিকও যাচ্ছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। খেলোয়াড় বদলের পাশাপাশি বদল হচ্ছেন কোচও।
দীর্ঘ এক যুগের বেশি সময় আবাহনীর কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। এবার আবাহনীর নতুন কোচ হিসেবে দলটির কর্তারা বেছে নিয়েছেন হান্নান সরকারকে। প্রাইম ব্যাংকের কোচ ছিলেন জাতীয় দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন। এবার প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের নতুন কোচ হতে যাচ্ছেন তালহা জুবায়ের।


আরো সংবাদ



premium cement