ধবলধোলাইয়ের শঙ্কায় লঙ্কানরা
- ক্রীড়া ডেস্ক
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪০
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690964_183.jpg)
ঘরের মাঠে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় টেস্টেও হারের মুখে পড়েছে শ্রীলঙ্কা। উপমহাদেশের স্পিন ফাঁদে অসিদের ফেলতে ব্যর্থ লঙ্কানরা পড়েছে ধবলধোলাইয়ের শঙ্কায়। গলেতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে স্বাগতিকরা লিড নিয়েছে ৫৪ রানের। তবে ধনঞ্জয়া ডি সিলভাদের হাতে আছে আর মাত্র দু’টি উইকেট। দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে ২১১ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তাদের সবক’টি উইকেট হারিয়ে করে ৪১৪ রান, তাতে ১৫৭ রানের বড় লিডে চাপা পড়ে লঙ্কানরা।
আগের দিন সেঞ্চুরি পাওয়া স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির ২৫৯ রানের জুটিই মূলত শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে অনেকটা ছিটকে দেয়। ১২০ রান নিয়ে দিন শুরু করা স্মিথ সাজঘরে ফিরেন ১৩১ রানে। আর ১৩৯ রান নিয়ে খেলা শুরু করা ক্যারি থামেন ১৫৬ রানে। তৃতীয় দিনে আরো ২০ রান যোগ করা চতুর্থ উইকেটের এই জুটি ভাঙতেই ধস নামে সফরকারীদের ব্যাটিং অর্ডারে। ৬৪ রান তুলতেই ৬ উইকেট হারায় তারা। বাউ ওয়েবস্টারের ৩১ ছাড়া আর দুই অঙ্ক ছুঁতে পারেনি কেউ। ৫ উইকেট শিকার করেন প্রবাথ জয়সুরিয়া। সাদা জার্সিতে ১১বারের মতো ৫ উইকেট নেয়ার স্বাদ পেয়েছেন এই বাঁহাতি স্পিনার।
অসিদের বড় লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট খোঁয়াতে থাকে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নাথান লিয়ন ও ম্যাথিউ কুহনিম্যানের সামনে হাবুডুবু খায় তারা। সর্বোচ্চ চার উইকেট নেন কুহনিম্যান। আর তিন উইকেট নেয়া লিয়ন স্পর্শ করেন দুর্দান্ত এক মাইলফলক। এশিয়ার মাটিতে প্রথম কোনো বিদেশী বোলার হিসেবে ১৫০ উইকেট নেয়ার কীর্তি গড়েন এই স্পিনার।
নিজের বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৩২ রান করা দিমুথ করুনারতেœ দ্বিতীয় ইনিংসেও (১৪) ব্যর্থতাকে সঙ্গী করে বিদায় নেন। ব্যাটিং বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কার ইনিংসের হার ধরেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুশল মেন্ডিস। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ধৈর্যশীল ব্যাটিংয়ে এক প্রান্ত আগলে রাখেন ম্যাথুজ। লিয়নের বলে ৭৬ রানে মিডল অর্ডারের এই ব্যাটার সাজঘরে ফিরলেও শেষ ভরসা হিসেবে এখনো টিকে আছেন মেন্ডিস। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে তিনি অপরাজিত আছেন ৪৮ রানে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা