০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

বোলিং ও ব্যাটিংয়ে শীর্ষে দেশী ক্রিকেটার

-

সদ্য শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চিটাগাং কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে যোগ্য নেতৃত্ব দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন করিয়েছেন তামিম ইকবাল। পেয়েছেন ফাইনাল সেরার পুরস্কারও। পুরো টুর্নামেন্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেহেদি হাসান মিরাজ। বিপিএলে দেশী ক্রিকেটারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। প্রতিটি দলেই বাংলাদেশী ক্রিকেটাররা আলো ছড়িয়েছেন।
বিপিএলে এবারের আসরে তামিম-মিরাজের মতো ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দাপট ছিল বাংলাদেশী ক্রিকেটারদের। বোলিংয়ে বিপিএলের ইতিহাস গড়েছেন তাসকিন আহমেদ। সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে বিপিএলের এক আসরে সর্বোচ্চ ২৫ উইকেট নিয়ে নেয়ার কীর্তি গড়েন এই পেসার। ব্যাটিংয়ে সর্বোচ্চ রান আসে মোহাম্মদ নাঈমের ব্যাটে। ১৪ ইনিংসে ১৪৩ স্ট্রাইক রেটে ৫১১ রান করেন এই ওপেনার। তার ইনিংসে ছিল ১টি সেঞ্চুরি ও তিনটি ফিফটি।
ব্যাটিংয়ে সেরা পাঁচজনের তালিকায় চারজনই বাংলাদেশের। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান করেন তানজিদ হাসান তামিম। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা এই ব্যাটারের ১২ ইনিংসে এক সেঞ্চুরির সাথে ছিল চার ফিফটি। এর পরের অবস্থানটি ছিল চিটাগাং কিংসের বিদেশী ক্রিকেটার গ্রাহাম ক্লার্ক। ১৪ ইনিংসে ইংলিশ এই ব্যাটার করেছেন ৪৩১ রান। চতুর্থ সর্বোচ্চ চ্যাম্পিয়ন বরিশাল দলের ওপেনার তামিম ইকবাল। ক্লার্কের সমান ইনিংসে চার ফিফটিতে করেছেন ৪১৩ রান। এর পরেই আছেন দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয়। ১২ ইনিংসে এই ব্যাটারের মোট রান ৩৯২। এর মধ্যে ছিল এক সেঞ্চুরি ও দুই ফিফটি।
বোলিংয়ে তাসকিনের পরের অবস্থানেই আছেন ফরচুন বরিশালের ফাহিম আশরাফ। পাকিস্তানি এই পেসারের সংগ্রহ ৭.১২ ইকোনমিতে ২০ উইকেট। তিন আছেন ফাহিমের স্বদেশী আকিফ জাভেদ। রংপুর রাইডার্সের এই পেসার নিয়েছেন ২০ উইকেট। চিটাগাং কিংসের খালেদ আহমেদ ২০ উইকেট নিয়ে আছেন চতুর্থ অবস্থানে। রংপুরের খুশদিল শাহ ১৭ উইকেট নিয়ে আছেন পাঁচে।

একনজরে ব্যাটিংয়ে সেরা পাঁচ
ব্যাটার ম্যাচ রান সর্বোচ্চ
মোহাম্মদ নাঈম ১৪ ৫১১ ১১১*
তানজিদ হাসান ১২ ৪৮৫ ১০৮
গ্রাহাম ক্লার্ক ১৪ ৪৩১ ১০১
তামিম ইকবাল ১৫ ৪১৩ ৮৬*
এনামুল হক ১২ ৩৯২ ১০০*

একনজরে বোলিংয়ে সেরা পাঁচ
বোলার ইনিংস উইকেট সেরা
তাসকিন আহমেদ ১২ ২৫ ৭/১৯
ফাহিম আশরাফ ১১ ২০ ৫/৭
আকিফ জাভেদ ১১ ২০ ৪/৩২
খালেদ আহমেদ ১৪ ২০ ৪/৩১
খুশদিল শাহ ৯ ১৭ ৩/১৮

 


আরো সংবাদ



premium cement