০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

দুই ম্যানচেস্টারের জয়

-

প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে নেমেছিল ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষও ছিল ইংলিশ লিগের তৃতীয় সারির পুঁচকে দল। তবে এই দলের বিপক্ষে জয় পেতে ভালোই বেগ পেতে হয়েছে পেপ গার্দিওলার দলের। এফএ কাপের চতুর্থ রাউন্ডে গতকাল লেটন ওরিয়েন্টের বিপক্ষে ঘাম ঝরিয়ে ২-১ গোলে জিতেছে ম্যান সিটি। প্রতিযোগিতার আরেক ম্যাচে গত পরশু একই ব্যবধানে লেস্টার সিটির বিপক্ষে জয় পেয়েছে সিটির নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রতিপক্ষের মাঠে গোলরক্ষকের ভুলে ১৬ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ে সিটি। অবশ্য সিটির জার্মান গোলরক্ষক স্টেফান ওর্তেগার ভুল বললে লেটনের মিডফিল্ডার জেমি ডনলির চোখধাঁধানো দূরপাল্লার বুলেট গতির শটকে অবমাননাই করা হয়। প্রায় মাঝমাঠ থেকে ইংলিশ এই ফুটবলারের নেয়া শট ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন সিটি গোলরক্ষক। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া সিটিজেনরা সমতাসূচক গোলটি পায় ৫৬ মিনিটে। শীতকালীন দল বদলে সিটিতে যোগ দেয়া উজবেকিস্তানের ডিফেন্ডার আব্দুকদির খুশানভ লক্ষ্যভেদ করেন। সফরকারীদের জয়সূচক গোলটি আসে বদলি নামা কেভিন ডি ব্রুইনার নৈপুণ্যে। ৭৯ মিনিটে বেলজিয়াম তারকা মিডফিল্ডারের গোলে টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড নিশ্চিত করে সিটি।

সিটির মতো ম্যানচেস্টার ইউনাইটেডও শুরুতে পিছিয়ে পড়ে। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৪৪ মিনিটে লেস্টারের জ্যামাইকার ফরোয়ার্ড ববি দে কর্ডোভা রেইড গোলের জবাব ৬৮ মিনিটে দেয় স্বাগতিকরা। রাসমুস হয়লুন্দের শট লেস্টারের গোলরক্ষক ম্যাডস হারমানসেন রুখে দেয়ার পর ফিরতি শটে গোল করেন ইউনাইটেড ফরোয়ার্ড ইউশুয়া জির্কজে। ১-১ গোলে নির্ধারিত ৯০ মিনিটে খেলা শেষ হওয়ার পর যোগ করা ৩ মিনিটে নাটকীয় এক গোল করেন হ্যারি মাগুয়ের। ব্রুনো ফার্নান্দেজের ফ্রি ডশশ থেকে ইংলিশ এই ডিফেন্ডার হেডে বল জালে জড়ালেও গোলটি ছিল অফসাইড। তবে মাঠে ভিএআর প্রযুক্তি না থাকায় গোলটি আর বাতিল করেনি রেফারি।
এদিকে গোল করেই যাচ্ছেন ওসমান দেম্বেলে। লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে পিএজির ৪-১ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। এ নিয়ে সর্বশেষ ৪ ম্যাচে ৮বার বল জালে জড়ালেন দেম্বেলে। বুন্দেসলিগায় ওয়েডার ব্রিমেনের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। পেনাল্টিতে জোড়া গোল করেন হ্যারি কেন। দারুণ ছন্দে থাকা এই ইংলিশ তারকা ফরোয়ার্ড লিগে বাভারিয়ানদের হয়ে ১৯ ম্যাচে ২০ গোল করলেন। সিরি‘আ’তে কোমোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে জুভেন্টাস।

 


আরো সংবাদ



premium cement